আতঙ্কে বাংলাদেশ
নাম প্রকাশে অনিচ্ছুক সংবাদকর্মী
একটা অজানা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। পরিচিত অনেকেই কথা বলা থেকে বিরত আছেন। কি হচ্ছে, কি হতে যাচ্ছে? চারপাশে উগ্র মৌলবাদীদের আস্ফালন, সব মিলিয়ে একটা দম বন্ধ অবস্থা।
রাজনৈতিক সরকারের আমলে একরকম সমস্যা, এখন আরেক রকম।
ধরো রাজনৈতিক সরকারের আমলে একজন থ্রেট করলে আরেকজনকে বলা যায়, কিন্তু এখন তো সবাই একই।
ছাত্রছাত্রীরা সড়কে যা করছে এটা বলার মত না। এই শনিবার বন্ধের দিনেও ভয়াবহ জ্যাম।
আজকে আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (কথিত) নেতারা আজ এক প্রস বিজ্ঞপ্তিতে জাতীয় প্রেস ক্লাবের সদস্য অসংখ্য সাংবাদিকের তালিকা করে বলেছে, এদের সদস্যপদ বাতিল করতে হবে।
তারা এমন রাষ্ট্র সংস্কার শুরু করেছে যে, প্রেস ক্লাবকেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বানিয়ে ফেলছে।
তাদের কোনটা কোনটা উচিত ন সেটাই তারা জানে না।
এরা রাষ্ট্র সংস্কার করবে?
আমি সাংবাদিকদের নিয়ে দেওয়া প্রেস রিলিজ নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। আধা ঘণ্টার মধ্যে অন্তত আধা ডজন শুভাকাঙ্ক্ষী ফোন করে বললেন, দ্রুত এটা সরিয়ে ফেলেন। এখন সময় ভালো না।
এই হলো আতঙ্কে বাংলাদেশ
—————————————
আরো খবর জানতে এখানে ক্লিক করুন এবং ভিডিও দেখতে এখানে ক্লিক করুন ।