বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পাদকমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়।
দেশের শীর্ষস্থানীয় সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউ এজ সম্পাদক নুরুল কবির, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, যুগান্তর সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, সম্পাদক ড. মতবিনিময় সভায় বণিক বার্তাসহ ২০ জন সম্পাদক অংশ নেন।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে দুই বছর। ইউনূসের সঙ্গে বৈঠকে সম্পাদকরা এ পরামর্শ দেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। অন্যদিকে সম্পাদকমণ্ডলী অন্তর্বর্তী সরকারকে প্রেস নিপীড়নের বিষয়ে যেসব আইনে ধারা রয়েছে সেগুলোর (ধারা) সংস্কারসহ বেশ কিছু প্রস্তাব দেয়।
বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে সম্পাদক পরিষদের চেয়ারম্যান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, আমরা সম্পাদকরা একসঙ্গে হয়েছিলাম। ড. ইউনূস ও তার সরকারের যে কর্মকাণ্ড, তার সঙ্গে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করেছি। আমরা চাই বাংলাদেশে একটি নতুন দিগন্ত উন্মোচিত হোক। একজন সম্পাদক হিসেবে আমি প্রশ্ন উত্থাপন করি, সাংবাদিকদের নিশ্চয়তা ও যত্রতত্র যে খুনের মামলা হচ্ছে সেটা যেন বন্ধ করা হয়।
previous post