New York Bangla Life
Image default
বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ নামের তালিকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্ষমতা বুঝে নেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এই এ তথ্য জানান সেনাপ্রধান ।

সেনাপ্রধান বলেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়া হবে। তবে এ মুহূর্তে আমি সব দায়িত্ব নিচ্ছি। একই সঙ্গে শিক্ষার্থীসহ দেশবাসীর সহযোগিতা চাই।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কে নেবেন এমন প্রশ্ন আলোচনায় আসে। নাগরিক সমাজের দেওয়া প্রস্তাবিত ২৮ জনের একটি তালিকা করা হয়, তবে সেই তালিকায় ড.
মুহাম্মদ ইউনূসের নাম নেই।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ যাদের নাম আলোচনায় আসছে তারা হলেন-

১।ড. সালেহউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক


২।লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক ডিজি, বিজিবি


৩। ডঃ মনজুর আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান, জাতীয় নদী সংরক্ষণ কমিশন


৪। প্রফেসর ইকরামুল হক, সিভিল ইঞ্জি., বুয়েট


৫। এস. ড. মাহফুজুল হক, সাবেক পরিবেশ সচিব, জিওবি


৬। ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী


৭। জনাব তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব, জিওবি


৮। জনাব নুরুল হুদা, সাবেক পুলিশ মহাপরিদর্শক


৯। লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ মইনুল, সাবেক ডিজি, বিজিবি


১০। জনাব নুরুল কবির, সম্পাদক, নিউ এজ


১১। জনাব ফৌজুল কবির খান, সাবেক সচিব, জিওবি


১২। মেজর জেনারেল (অব.) গোলাম হেলাল মোর্শেদ খান, চেয়ারম্যান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ


১৩। প্রফেসর নিয়াজ আহমেদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (IUB)


১৪। ডাঃ বদিউল আলম মজুমদার, প্রতিষ্ঠাতা-সচিব, সুশাসনের জন্য নাগরিক (শুজন)


১৫। ডঃ শাহদীন মালিক, লোয়ার


১৬। ডঃ আহসান এইচ মনসুর, অর্থনীতিবিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউট


১৭। প্রফেসর আনন্দ কুমার সাহা, প্রাক্তন প্রো ভিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়


১৮। রানী ইয়ান ইয়ান, চাকমা সার্কেল চীফের উপদেষ্টা


১৯। ডঃ সলিমুল্লাহ খান


২০। ডঃ আসিফ নজরুল


২১। বিচারপতি (অব.) মোঃ আব্দুল ওয়াহহাব মিঞা


২২। জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া


২৩। মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন


২৪। ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য


২৫। মতিউর রহমান চৌধুরী


২৬। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন


২৭। ড. হোসেন জিল্লুর রহমান


২৮। বিচারপতি (অব.) এম এ মতিন


এদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে পারেন বলে ধারনা করা হচ্ছে।


Related posts

অন্তর্বর্তী সরকারের কিছু কার্যক্রমে উদ্বেগ প্রকাশ জাতীয় নাগরিক কমিটির

Ny Bangla

ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে : সিপিবি

Ny Bangla

মবের পিটুনিতে দুই মাসে প্রাণ গেলো ৪৯ জনের

Ny Bangla

দুর্নীতির দায়ে চাকরিচ্যুতকে হাইকোর্টের বিচারক বানাল ইউনূস সরকার

Ny Bangla

ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ: খালেদা জিয়া

Ny Bangla

‘শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা প্রস্তুত’: জাহাঙ্গীর কবির নানক

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy