নিউ ইয়র্কে সেরাকিউস শহরের আকাশে ডেলটা ও আমেরিকান এয়ারলাইন্স এর দুটি বিমান অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে।
এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের ভুল নির্দেশনার কারণে এক পর্যায়ে যাত্রীবাহী বিমান দুটি একটি অন্যটির মাত্র ৭২৫ ফুট দূরত্বে চলে আসছে ।
পুরো ঘটনা ধরা পড়ে পুলিশের গাড়িতে লাগানো ড্যাশ কেম ভিডিওতে। ফ্যাডারেল এভারিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফ এএ) জানিয়েছে, দুটি বিমানের একটি কে টেক অফ করার জন্য রান এর ক্লিয়ারেন্স দেয়া নেই ভুল বুঝাবুঝি শুরু।
ঘটনার আকর্ষিকতায় আমেরিকান এয়ারলাইন্স এর ফ্লাইটটি চেক টেক অফ করার পরপরই আবারো রানওয়েতে ফিরে আসে।
বিমানটির ১৫৯ যাত্রীর কেউ আহত হয়নি বলে নিশ্চিত করেছে আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ