New York Bangla Life
বাংলাদেশ

অসহযোগ আন্দোলনের সমর্থনে লন্ডনে সংহতি সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের সমর্থনে যুক্তরাজ্যের লন্ডনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা সংহতি প্রকাশ করেছেন। রোববার স্থানীয় সময় দুপুরের পর থেকে ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে জড়ো হতে থাকেন প্রবাসীরা। তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির প্রতি সমর্থন জা‌নিয়ে নানা ধরনের স্লোগান দেন। দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়, ক‌বিতা আবৃ‌ত্তি ক‌রা হয়।

সংহতি সমা‌বে‌শে বাংলাদে‌শের প্রবীণ সাংবাদিক শ‌ফিক রেহমান, তাঁর স্ত্রী তা‌লেয়া রেহমান, শামসুল আলম লিটন, এম এ মালেক, কয়সর এম আহমদ, জামান সিদ্দিকী, খন্দকার সুমন, মুখলেসুর রহমান, পারভেজ ম‌ল্লিক, নাজমুস সাকিব, ছাত্রনেতা হুমায়ুন রশিদ প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন। এ সময় উপস্থিত সবাই অসহযোগ আন্দোলনকে ঘিরে দেশব্যাপী হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানান। এক দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তাঁরা।

সংহতি সমা‌বে‌শে বাংলা‌দেশ থে‌কে পড়‌তে আসা ক‌য়েক শ শিক্ষার্থী ও বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দ‌লের নেতা-কর্মীরাও অংশ নেন।

বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের হুমায়ুন রশিদ বলেন, সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সঙ্গে মিল রেখে লন্ডনেও ‘লংমার্চ’ করবেন তাঁরা। স্থানীয় সময় সকাল ১১টায় ইস্ট লন্ডনের আলতাব আলী পার্ক থেকে লংমার্চ ট্রাফালগার স্কয়ার হয়ে পার্লামেন্ট স্কয়ারে গিয়ে শেষ হবে।

Related posts

এনজিওর মালিকেরা কেন উপদেষ্টা?

producer

আজ জন্মদিন তোমার: খোলা চিঠি

Ny Bangla

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম

Ny Bangla

ভারতে পালানোর সময় অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক আটক

Ny Bangla

কবর পেলেননা মতিয়া চৌধুরী! এ কোন বাংলাদেশ ?

saeimkhan

এবার কি হিযবুত তাহরীরের নিষেধাজ্ঞাও উঠে যাবে?

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy