New York Bangla Life
কেন্টাকি

অ্যামেরিকার কেন্টাকিতে বন্দুক হামলায় চারজন নিহত

অ্যামেরিকার কেন্টাকিতে একটি বাড়িতে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। ফ্লোরেন্স পুলিশ ডিপার্টমেন্টের মতে, চারজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এসময় সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পুলিশ।

এবিসি নিউজের তথ্যানুসারে স্থানীয় সময় শনিবার অ্যামেরিকার কেনটাকিতে একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কেন্টাকির একটি বাড়িতে জন্মদিনের পার্টি চলাকালীন এক বন্দুকধারী হামলা চালালে, গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত ও আরও তিনজন আহত হন।

সিনিয়র পুলিশ অফিসার জেফ ম্যালেরি বলেন, বন্দুক হামলার খবর পেয়ে রাত ৩টার দিকে ফ্লোরেন্সের একটি বাড়ির কাছে পৌঁছালে পুলিশ গুলির শব্দ শুনতে পায়। এসময় সাতজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হলেও চারজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা হয়। আহত অন্য তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার পরপরই সন্দেহভাজন হামলাকারী চেজ গার্ভে একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান। পুলিশের একটি দল তার পিছু ধাওয়া করে। এসময় তার গাড়িটি খাদে পড়ে যায়। সন্দেহভাজন হামলকারীকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হিসাবে উল্লেখ করা হয়।

পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকেও গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে নিকটবর্তী একটি হাসপাতালে নেয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্দেহভাজন ঐ হামলাকারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি একাই হামলায় জড়িত ছিলো বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে এবং স্থানীয় জনসাধারণের জন্য এখন কোনো বিপদ নেই।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy