New York Bangla Life
Image default
অ্যামেরিকা

হত্যার শিকার হয়েছিলেন যে সকল প্রেসিডেন্ট

অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ট্রাম্পই নন।অ্যামেরিকার ইতিহাসে এমন ঘটনা এর আগেও ঘটেছে। ওই সব ঘটনায় ট্রাম্পের মতো অনেকে প্রাণে বাঁচলেও নিহত হয়েছেন কেউ কেউ।

সিএনএন জানিয়েছে, চারজন অ্যামেরিকাপ্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এছাড়া হত্যার চেষ্টাও করা হয়েছিল আরও বেশ কয়েকজনকে। তবে তারা প্রাণে বেঁচে গিয়েছিলেন।

প্রেসিডেন্ট অ্যান্দ্রো জ্যাকসন

সাবেক অ্যামেরিকা প্রেসিডেন্ট অ্যান্দ্রো জ্যাকসনকে হত্যার চেষ্টা করা হয়েছিল। একটি অনুষ্ঠানে তিনি হত্যাচেষ্টার শিকার হন। এ সময় তাকে লক্ষ্য করে ‍দুবার গুলি ছোড়া হয়। তবে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান।

থিওডোর রুজভেল্ট


১৯১২ সালে নির্বাচনী প্রচারণাকালে ডোনাল্ড ট্রাম্পের ন্যায় সাবেক অ্যামেরিকাপ্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। হামলার পর রুজভেল্ট বলেন, তার সঙ্গে থাকা ৫০ পৃষ্ঠার বক্তৃতার অনুলিপি বুলেটটিকে ধীরগতির করে দেয়। এটি তাকে নিজের শরীরে আজীবন বয়ে বেড়াতে হয়েছিল। হামলার পরও সমাবেশে বক্তব্য দেন তিনি।

ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট

সাবেক অ্যামেরিকাপ্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৩৩ সালে হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। এ সময় তিনি হামলা থেকে কোনোক্রমে রক্ষা পেলেও শিকাগোর মেয়র আন্তন সেরমাক গুলিতে নিহত হন।

হ্যারি এস ট্রুম্যান

ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের পর প্রেসিডেন্ট হয়েছিলেন হ্যারি এস ট্রুম্যান। ১৯৫০ সালে তিনিও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। পুয়ের্তো রিকান জাতীয়তাবাদীরা তাকে লক্ষ্য করে বন্দুক হামলা চালিয়েছিল।

জর্জ ওয়ালেস

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের চার বার নির্বাচিত গভর্নর ছিলেন। তিনি ১৯৭২ সালে তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এ সময় ওয়াশিংটন ডিসির বাইরে একটি নির্বাচনী প্রচারণায় তাকে গুলি করা হয়। এর ফলে তিনি প্যারালাইজড হয়ে গিয়েছিলেন।

জেরাল্ড ফোর্ড

সাবেক অ্যামেরিকাপ্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড ১৯৭৫ সালের দুবার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। এরমধ্যে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে হামলার আগেই একবার তা রুখে দেওয়া হয়। এ ঘটনার কয়েক সপ্তাহ পর সান ফ্রান্সিসকোতেও তাকে হত্যার চেষ্টা করা হয়। তবে সেবার এক পথচারীর কারণে তিনি বেঁচে যান।
রোনাল্ড রিগান

১৯৮১ সালে ওয়াশিংটন ডিসিতে হিলটনের বাইরে একটি বক্তৃতা দেওয়ার পরে গুলিবিদ্ধ হন। এ সময় তার প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি তার চেয়ে গুরুতর আহত হন। তার হামলাকারীকে চার দশকের বেশি সময় একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে আটক রাখা হয়। ২০২২ সালে তিনি আদালতের তত্ত্বাবধানে মুক্তি পান।

বারাক ওবামা

সাবেক অ্যামেরিকাপ্রেসিডেন্ট বারাক ওবামাকেও হত্যাচেষ্টা করা হয়। ২০১১ সালে হোয়াইট হাউসে তিনি হত্যাচেষ্টার শিকার হন।

১৯৬৩ সালের নভেম্বর মাসে আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন সাবেক অ্যামেরিকা প্রেসিডেন্ট জন এফ কেনেডি। লি হার্ভি অসওয়াল্ড নামক এক ব্যক্তিকে এই ঘটনার জন্য অভিযুক্ত করা হয়।

Related posts

বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে নিউ ইয়র্কে সমাবেশ

Ny Bangla

হিজবুল্লাহর প্রধানের হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট জো বাইডেন

Ny Bangla

আমি সবসময় জনসেবায় নিয়োজিত থাকায় বিশ্বাস করি: জো বাইডেন

Ny Bangla

নিউ ইয়র্কের লালন উৎসবে মানুষের ঢল

Ny Bangla

কামালার বিরুদ্ধে গলা চড়াচ্ছেন রিপাবলিকানরা

Ny Bangla

অ্যামেরিকার জন্য এখন দিনবদলের সময়: কামালা

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy