New York Bangla Life
বাংলাদেশ

আগুনে পুড়ল বরিশালের দেড়শ বছরের পুরোনো মন্দির

বরিশালে দেড়শ বছরের পুরনো একটি মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে বরিশাল নগরীর কাশীপুর ইশাকাঠি এলাকার ২৯ নম্বর ওয়ার্ডের মহামায়া সড়কের শ্রী শ্রী মহামায়া মন্দিরে।

ফায়ার সার্ভিস ও মন্দির কমিটির সভাপতি তপন মুখার্জির বরাত দিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আইসিটি মিডিয়া সেল জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মন্দিরের ৫৬ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে মন্দির কমিটির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদ ও বরিশাল মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ।

বরিশাল মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি ও মহানগর পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রঞ্জিত সেন বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

’ যদি শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতো তাহলে বৈদ্যুতিক ক্যাবল কিভাবে ভালো থাকে। মিটার পুড়লেও বৈদ্যুতিক ক্যাবলের কিছু হয়নি। তাই বিষয়টি তদন্ত করা প্রয়োজন।’

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বলেন, ‘মন্দিরের আশেপাশে কোনো হিন্দু বসবাস করে না।

’ আমরা মন্দিরটি পরিদর্শন করেছি। ঐতিহ্যবাহী দেড়শ বছরের অধিক পুরোনো মন্দিরটি পুড়ে যাওয়ার ঘটনা মেনে নেয়া সম্ভব নয়। সন্ধ্যার পর সব সুইচ বন্ধ থাকে, তাহলে কিভাবে আগুন লাগলো। এই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন।’

এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন বলেন, ‘ অগ্নিকান্ডের খবর শুনে ভোরে ঘটনাস্থলে ছুটে যাই। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে।

শ্রী শ্রী মহামায়া মন্দির ১৮৭০ সালে প্রতিষ্ঠিত হয়। পরে, ২০১০ সালে মন্দিরটি সংস্কার করা হয়।

Related posts

আন্দোলনে পুলিশ হ*ত্যা এখনো আতঙ্কে স্বজনেরা

Ny Bangla

বাবার লাশ আনতে মর্গে ৫ দিনের শিশু সন্তান

Ny Bangla

এবার মুজাহিদ-নিজামীর মতো হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর মিশন!

Ny Bangla

ক্যান্টনমেন্টের বাড়ি খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়ার দাবি

Ny Bangla

বন্যার আগাম সতর্কতা জানিয়েছিলেন বিশেষজ্ঞরা

Ny Bangla

“বাংলাদেশ ছাত্রলীগ” এর সাবেক নেতৃবৃন্দের বিবৃতি

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy