পপ তারকা টেইলর সুইফটের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি!’
১০ সেপ্টেম্বর ট্রাম্প এবং কামালা হ্যারিসের প্রথম টেলিভিশন ডিবেট শেষ হওয়ার পরপরই টেইলর সুইফট খোলাখুলি কামালার প্রতি তাঁর সমর্থনের কথা জানান।
সুইফট বলেন, তিনি কামালাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ‘কারণ তিনি (কামালা) অধিকারের জন্য লড়াই করেন এবং আমি বিশ্বাস করি তাদের চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন।’
ইনস্টাগ্রামে সুইফটের অনুসারী সংখ্যা ২৮ কোটি ৪০ লাখ। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের অনুসারী সংখ্যা সাড়ে ৭ লাখের কিছু বেশি।
টেইলর সুইফট ভাইস প্রেসিডেন্ট কামালার প্রতি তার সমর্থন প্রকাশ করার পরপরই, ট্রাম্প সেটা প্রত্যাখ্যান করে বলেন তিনি ‘টেইলরের ভক্ত নন’।
টেইলর ইনস্টাগ্রামে কামালাকে সমর্থন দিয়ে যে পোস্ট দিয়েছেন তাতে ৯০ লাখের বেশি ‘লাইক’ পড়েছে।
ধারণা করা হচ্ছে, টেইলরের সমর্থন ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর জয়ের সম্ভাবনাকে বাড়াবে। টেইলরের পোস্টে ‘লাইক’ এর যে সংখ্যা দেখা যাচ্ছে সেটা ওই ধারণার পালে জোর হাওয়া দিচ্ছে।
এদিকে, টেইলরকে নিয়ে ট্রাম্পের পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি পোস্টের ঝড় বইছে। টেইলরের সমর্থকরা এক্স এ পোস্ট করছেন, ‘আমি টেইলর সুইফটকে ভালোবাসি’। ট্রাম্প যেমন তাঁর পোস্ট ইংরেজি বড় হাতের অক্ষরে লিখেছেন। তেমনি তাঁরাও একইভাবে লিখছেন।
অন্যরা ট্রাম্পের পক্ষ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে আক্রমণ করছেন।