New York Bangla Life
অ্যামেরিকা

আমেরিকায় প্রথমবারের মতো বেড়েছে শিশু মৃত্যু হার

মাতৃত্বকালীন জটিলতায় শিশু মৃত্যুর হার ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ৯ শতাংশ বেড়েছে। অ্যামেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের চূড়ান্ত রেকর্ডে দেখা যায়, ২০২২ সালে এক বছর বয়সের ২০ হাজার ৫০০ শিশুর মৃত্যু হয়েছে। যা আগের বছরের তুলনায় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শিশু স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সূচকগুলির মধ্যে একটি বলে মন্তব্য করেন ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারের সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং জনসংখ্যাবিদ আমান্ডা জিন স্টিভেনসন।

তিনি বলেন, শিশুমৃত্যুর হার না কম হওয়াটা অনেক বড় একটি বিষয়। এমনকি শিশু মৃত্যুর হার এক রকম থাকা ভাল নয়।

সিডিসির প্রতিবেদনে দেখা যায়, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে অ্যামেরিকায় জন্মগত সমস্যাকে শিশু মৃত্যুর প্রধান কারণ হিসেবে ধরা হয়। সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম, অনিচ্ছাকৃত আঘাত এবং মাতৃত্বকালীন জটিলতাও অন্যতম শিশুমৃত্যুর কারণ।

বিশেষজ্ঞরা বলেন, শিশু স্বাস্থ্য মাতৃস্বাস্থ্যের সঙ্গে দৃঢ়ভাবে জড়িত এবং অ্যামেরিকা দীর্ঘদিন ধরে গর্ভাবস্থায়, প্রসবের সময় নারীদের মধ্যে উচ্চ মৃত্যুর হার নিয়ে লড়াই করে।

এক প্রতিবেদনে দেখা গেছে, উচ্চ আয়ের দেশগুলোর তুলনায় অ্যামেরিকায় মাতৃমৃত্যুর হারও বেশি। কৃষ্ণাঙ্গদের শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল, প্রতি এক হাজার শিশু জন্মের সময় মারা গিয়েছিল প্রায় ১১ টি শিশু। অপরদিকে শ্বেত শিশুদের মধ্যে মৃত্যুর হার অন্যান্য জাতিগত গোষ্ঠীর তুলনায় কম রয়েছে।

Related posts

ট্রাম্পকে বিশ্বাস করা ঠিক হবে না: ডিক চেনি

Ny Bangla

যুদ্ধাপরাধী উইলিয়াম ক্যালি মারা গেছেন

Ny Bangla

নেক্সট টপ হিটমেকার প্রতিযোগিতায় বাংলাদেশের ‘পাপী মনা’

Ny Bangla

১০ সেপ্টেম্বর ট্রাম্প ও কামালার প্রথম মুখোমুখি ডিবেট

Ny Bangla

মৃত্যুর সঙ্গে মুখোমুখি হওয়ায় আমার মনোবল ভাঙ্গেনি: ট্রাম্প

Ny Bangla

কামালা হ্যারিসের আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy