New York Bangla Life
খেলাধুলা

আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্স

কোপা অ্যামেরিকার ফাইনাল। একটু টান টান উত্তেজনা না হলে চলে! মিনিটে মিনিটে নাটকীয়তা হলে তবেই জমে উঠে খেলা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেটাই হয়েছে। 

শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কলম্বিয়া। আর্জেন্টিনা চেয়েছিল সুযোগ তৈরি করতে, কিন্তু সেটা তারা নস্যাৎ করে দিয়েছে বারবার। শুরুর একাদশে নামা খেলোয়াড়রা তাই আর্জেন্টাইন সমর্থকদের বারবার করেছেন হতাশ।

নির্ধারিত সময়টা গোলশূন্যতে শেষ হওয়ার পর খেলা যখন গড়ায় অতিরিক্ত সময়ে, তখনই বদলি নামানো শুরু হয় গণহারে। একসঙ্গে তিনজন ফুটবলারও বদলান। 

৯৭ মিনিটে একসঙ্গে তুলে নেওয়া হয় হুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজকে। তাদের বদলি হিসেবে নামানো হয় লাউতারো মার্তিনেজ, লিয়ান্দ্রো পারেদেস ও জিওভানি লো সেলসোকে।

১১২ মিনিটে যে গোল পায় আর্জেন্টিনা সেখানে অবদান দুই অতিরিক্ত ফুটবলারেরই। জিওভানি লো সেলসোর পাস থেকে দুর্দান্ত নিখুঁত এক শটে গোল করে লাউতারো মার্তিনেজ। আর সেটা দেখেই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বললেন, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার ফুটবলাররা করেছে অতিরিক্ত পারফরম্যান্স।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অতিরিক্ত সময়ে দল সবসময় অতিরিক্ত পারফরম্যান্স করেছে। যা দেখাটাও ছিল তৃপ্তিদায়ক। তারা যেভাবে তাদের সবটুকু উজার করে দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। 

ম্যাচের আগে, খেলোয়াড়রা তাদের পরিবার কোথায় ছিল তা না জেনে এক ঘন্টা দাঁড়িয়ে ছিল, আমরা কী ঘটছে তা জানতাম না। সেই প্রেক্ষাপটে আমরা মাঠে নেমেছিলাম ম্যাচ খেলতে।’

স্কালোনি যোগ করেছেন, ‘আমি খুব খুশি কারণ দশর্কদের আনন্দের একটা মুহূর্ত দিতে পেরেছি। আমরা এজন্যই খেলি। এখানে আমার পরিবার থাকাটাই সবচেয়ে ভালো। আমি দ্বিগুণ খুশি কারণ স্পেনও জিতেছে।’

Related posts

অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতলেন মারশাঁ

Ny Bangla

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ঢালিউডের ‘কিং খান’

saeimkhan

বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি

Ny Bangla

২৭ বছর পর ভারতকে হারাল শ্রীলঙ্কা

Ny Bangla

সমুদ্র ভ্রমণে নিখোঁজ মরক্কোর দুই ফুটবলার

Ny Bangla

ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে স্পেন

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy