প্রতি বৎসরের মত এবারও তরুণদের উৎসাহ ও উদ্দীপনা নিয়ে নদীর তীরে ২১ জুলাই, রবিবার বনভোজন আয়োজন করতে যাচ্ছে। হেনরি হাডসন পার্কের এই বনভোজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে খেলাধুলা ও রাফেল ড্র। সুস্বাদু হরেক রকমের খাবারের পাশাপাশি ধূমায়িত গ্রীলের তন্দুরি। ফুটবল, ভলিবল খেলার ব্যবস্থাসহ চিত্তাকর্ষক নানান প্রকার খেলাধুলার প্রতিযোগীতা। সাংস্কৃতিক আয়োজন তো থাকছেই। রাফেল ড্রতে আইফোন ১৫ প্রো ম্যাক্স , সোনার চেইন, ল্যাপটপ সহ ১০ টি আকর্ষণীয় পুরষ্কার। আয়োজন করছে আলবেনী বাঙালি কমিউনিটি । আর পুরো আয়োজনের মিডিয়া পার্টনার নিউইয়র্ক বাংলা লাইফ।
previous post