মো. আরিফুজ্জামান
জংগী আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান মুক্ত কেন?
বুঝলাম না, এতে বিষ্ময়ের কি আছে?
আরো যুক্ত করছি, গত ১০-১২ বছরে যতো ভয়ংকর জংগী আটক হয়েছে, সাজা হয়েছে সবাইকে মুক্ত করবে এরা, বাংলা ভাই, মুফতি হান্নান এরা যদি জীবিত থাকতো তাহলে এদেরও মুক্ত করতো এই প্রশাসন, প্রশ্ন হচ্ছে কারন কি?
শুধুই কি রাজনীতি?
আওয়ামীলীগ দমনের জন্য?
উত্তর হচ্ছে না, ইহা শুধুই রাজনীতি নয় কিংবা আওয়ামীলীগ দমন নয়। এর পিছনে রয়েছে বাংলাদেশের বর্তমান যেই পরিস্থিতি যাদের বিনিয়োগ ইন্ধনে হয়েছে সেই মার্কিন যুক্তরাষ্টের প্রেসক্রিপশন এটা। এইখানে ইউনুস হলো পুতুল মাত্র৷
এই দেশ আফগানিস্থান হবে না, এই দেশ অমুক হবে না, এই দেশ তমুক হবে না, সব শেখ হাসিনা বা আওয়ামীলীগারদের অপপ্রচার এই তত্ত্বে যারা বিশ্বাসী, তাদের জন্য ভয়ংকর সত্যটা হচ্ছে, ইতিমধ্যে আমেরিকান পলিসি বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে। কয়েকটা ক্লু দিচ্ছি…..
তার আগে বলে নিচ্ছি, শেখ হাসিনার বিদায়ে আওয়ামীলীগ বিপর্যস্ত হারিয়ে যাওয়া ইত্যাদি সুখটানে যারা বগল বাজাচ্ছে, হা আওয়ামীলীগ বিপর্যস্ত, আওয়ামীলীগ দিশেহারা, তবে আওয়ামীলীগের পুনরায় উত্থান সময়ের ব্যাপার মাত্র নাউ নীড এ রেষ্ট।
কিন্তু শেখ হাসিনা সরকারের পতনে মাঠে বিরাজ করা সবচেয়ে ভালো অবস্থানে থাকা বিএনপির ভবিষ্যৎ নিয়ে সুখকর কিছু দেখছি না, এমনকি শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশে কথিত গনতন্ত্রের যাত্রা শুরু হবে বিএনপি ক্ষমতায় চলে আসা সময়ের ব্যাপার মাত্র তাও না৷
অগ্রাধিকার ভিত্তিতে একের পর এক ভয়ানক জংগীরা কারাগার থেকে ছাড়া পাচ্ছে, ইতিমধ্যে জামাত শিবিরে আলোচনা শুরু হয়ে গেছে বিএনপির সাথে জোট থেকে জামাত নিজেরা বের হয়ে যাবে, ভারত বিরোধী ভয়ানক প্রচারনা এবং ইন্ধন খোদ ইউনুস সরকারের ভিতর থেকে শুরু হয়েছে….
বিষয়টা বুঝতে পারছেন? কি হতে যাচ্ছে?
৫ই আগষ্ট দেশ স্বাধীন হয়নি, বাকস্বাধীনতা মুক্ত হয়নি, গনতন্ত্র চর্চার পথ চলা শুরু হয়নি।
প্রশ্ন হচ্ছে ৫ই আগষ্ট তাহলে কি হইছে?
উত্তর হচ্ছে ৫ই আগষ্ট একটি দেশ প্রেমিক সরকার কে হঠিয়ে একটি অনিশ্চিত পথে হাটা চলা শুরু করেছে বাংলাদেশ। যেই বাংলাদেশে আপনি বাক স্বাধীনতা পাবেন না, গনতন্ত্র পাবেন না, অর্থনৈতিক স্থিতিশীলতা পাবেন না, বিদেশী বিনিয়োগ পাবেন না, মোদ্দা কথা একটা সুষ্ঠ স্বাভাবিক রাষ্ট বলতে যা বুঝায় তার কিচ্ছুই পাবেন না।
যা পাবেন, তা হচ্ছে
ভারত বা মিয়ানমারের বিদ্রোহীদের সাথে যুদ্ধ পাবেন, জংগী হামলা পাবেন, চারদিকে অস্থিরতা পাবেন, দেশের ভুখন্ডে বিদেশী বিশেষ করে ন্যাটো বাহিনীর উপস্থিতি পাবেন, এমন আরো অনেক কিছু পাবেন যা শেখ হাসিনা দেশে থাকা অবস্থায় আপনি পান নাই।
কাজেই নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন, অন্যের ফাদে পা দিয়েছেন, ৫ই আগষ্টের পক্ষালম্ববীদের কারনে মাশুল দিবে হবে এই দেশকে, আপনার আমার সবাইকে, বাদ যাবে না একটা শিশুও৷
লেখাটা টাইম লাইনে রেখে দিয়েন পরে মিলিয়ে নিয়েন৷