ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আনুষ্ঠানিকভাবে দেশটির নবম প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ানকে নিয়োগ দিয়েছেন।
এ মাসের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন নির্বাচনে জয় লাভ করেন পেজেশকিয়ান। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হলে এই নির্বাচনের আয়োজন করা হয়।
খামেনির দফতরের পরিচালকের দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমি জ্ঞানী, সৎ, জনপ্রিয় এবং পান্ডিত্যপূর্ণ পেজেশকিয়ানের ভোট (পক্ষে) সমর্থন করি এবং আমি তাকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ প্রদান করছি।’
পার্লামেন্টে নতুন প্রেসিডেন্টের শপথ নেয়ার কথা রয়েছে।
এদিকে, লেবাননে ইযরায়েলের যে কোন নতুন হামলার অপ্রত্যাশিত পরিণামের বিষয়ে সতর্ক করে ইরান।
ইযরায়েল অধিকৃত গোলাম মালভূমিতে ভয়াবহ রকেট হামলার পর ইরান রোববার এ হুঁশিয়ারি ব্যক্ত করেছে।
তেহরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে এ হামলার জন্যে দায়ী করছে ইযরায়েল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইহুদিবাসী শাসকের যে কোন নির্বোধ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা ও যুদ্ধের পরিধিকে আরো বিস্তৃত করতে পারে।
এদিকে হিজবুল্লাহ ইযরায়েলের মাজদাল শামসের দ্রুজ শহরে হামলার অভিযোগ অস্বীকার করেছে। ইযরায়েল বলেছে, এ হামলায় শিশুসহ ১২ জন নিহত হয়েছে।
কানানি অভিযোগ করেন, ইযরায়েল গাজায় গত ৭ অক্টোবর থেকে যে ভয়াবহ অপরাধ চালিয়ে আসছে তা থেকে বিশ্বের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে হিজবুল্লাহর ওপর দোষ চাপাচ্ছে।
previous post
next post