বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা পূর্ব থানা ও র্যাবের অফিসে আন্দোলনকারীরা হামলা চালানোর পর পুলিশ ও র্যাব সদস্যরা ব্যাপক গুলিবর্ষণ করলে অন্তত এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।
ঘটনাস্থল থেকে জানা যায়, একদল লোক থানায় ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ গুলি করা শুরু করে।
এক পর্যায়ে আন্দোলনকারীর উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর অফিস ভাঙচুর করে। এরপর পুলিশের সঙ্গে র্যাব সদস্যরাও যোগ দেন।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতেও একই অবস্থা দেখা যায়। দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা করে ভাঙচুর চালায়।
এ সময় বিক্ষোভকারীরা থানা সংলগ্ন একটি ভবনের সামনে রাখা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
যাত্রাবাড়ী থানার ভেতরে অবরুদ্ধ পুলিশ সদস্যরা তখন গুলি ছুড়তে থাকেন। এতে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যায়।
previous post