বাংলাদেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে গণভবনে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর শিক্ষকদের বক্তব্য শোনেন।
কোটাবিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট সার্বিক পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বৈঠকে আলোচনা করেন তারা।
প্রায় তিন ঘণ্টা বৈঠক হয় বলে জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি এম এম ইমরুল কায়েস ।
তিনি বলেন, বৈঠকে অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে শিক্ষকগন অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গড়ে তোলা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের ডাক দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সরকার প্রধান আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন। কোটা সংস্কার আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।