সিরাজুল হোসেন, লেখক
একজন পরিণত মানুষ হিসাবে আপনার ভুল উপলব্ধি ও সেটা থেকে নেওয়া ভুল সিদ্ধান্তের দায়িত্ব আপনাকেই নিতে হবে। একটা কথা অনেকেই জানে না আমরা ভারতবর্ষ থেকে জন্ম নিলেও বাঙালী জাতী ও তাদের সংস্কৃতি বাঙালীত্ব কিন্তু ভারতবর্ষের হিন্দুত্ব থেকে অনেক আদি ও মৌলিক।
আসলে বাংলা ছিল অহিন্দু এলাকা। চার পাঁচ’শ বছর আগে বাংলায় ইসলাম যেভাবে প্রবেশ করেছে, তারও সাত আট’শ বছর আগে হিন্দু ধর্ম বাংলায় প্রবেশ করেছিল।
বাংলায় ইসলাম প্রবেশের সময় যেমন বাঙালি সংস্কৃতির অনেক কিছুকে আত্মস্থ করেই ইসলামকে বাংলায় স্থান করে নিতে হয়েছে, মূলধারা হিন্দু ধর্মকেও তাই করতে হয়েছে।
এর ফলে বাঙালী হিন্দু, বাঙালী হিন্দু ও বাঙালী মুসলিমের মধ্যে আপনি একটি সাংস্কৃতিক সদৃশতা দেখতে পাবেন। এই সাংস্কৃতিক সদৃশতার নিদর্শনগুলো পাকিস্তানের পূর্ব এলাকার হিন্দুদের সাথে মেলে কিন্তু তাদের পশ্চিমের আফগান ইরানের সাথে মেলে না।
এটা থেকেই তারা মনে করতে থাকে যে বাঙালীরা হিন্দু। এই ভুল উপলব্ধি ও সেটা থেকে নেওয়া ভুল সিদ্ধান্তের কারণেই কিন্তু পাকিস্তান দুই টুকরা হয়েছে।
একইভাবে স্বাধীন বাংলাদেশের আন্দোলন ও মুক্তিযুদ্ধের যে মানসিক সংগঠন বা কনস্ট্রাক্ট, তার সাথে আওয়ামী লীগের যে আবেগ তার সাথে একটা মূল্যবোধের সদৃশতা আছে।
হিন্দুত্বের সাথে বাঙালীদের সাংস্কৃতিক সদৃশতা দেখে পাকিস্তানিরা যেমন ভুল উপলব্ধি ও ভুল সিদ্ধান্ত নিয়েছিল যে বাঙালীরা হিন্দু, এখন অনেকেই মূল্যবোধের সদৃশতা দেখে স্বাধীন বাংলাদেশের মানসিকতাকে আওয়ামী মানসিকতা ভাবছে। খুব সাবধান।
পরিণত মানুষ হিসাবে আপনার ভুল উপলব্ধি ও সেটা থেকে নেওয়া ভুল সিদ্ধান্তের দায়িত্ব আপনাকেই নিতে হবে। এদেশে একটি মেয়ে কি পোশাক পরল, কোন মানুষ নামাজ পড়ল কিনা, সেটা দেখে তাকে ঘৃণা করার শিক্ষা ছোটবেলা থেকে দেওয়া হয়। আপনি কিন্তু তার বাইরে না। আপনার পরিণতি আপনারই চিন্তা ও সিদ্ধান্তের ফল।