New York Bangla Life
বাংলাদেশ

এখনই সব দাবি পূরণে জোর করবেন না, ধৈর্য ধরুন: ড. ইউনূস

সব দাবি পূরণে জোর না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমি শুধু বলব আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা তা থেকে বের হতে হবে।জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র দুই সপ্তাহ শেষ হলো। কর্ম যাত্রার প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাজে আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি সেজন্য আন্তরিক ধন্যবাদ। কিন্তু দাবি আদায়ে ধৈর্য না ধরলে ছাত্র-জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা ম্লান হয়ে যাবে, নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাও এতে ব্যাহত হবে।

তিনি বলেন, আমরা অনুধাবন করছি আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক। এ প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গিয়েছে। কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি।

প্রধান উপদেষ্টা বলেন, রাতারাতি এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন। নড়বড়ে এক কাঠামো, আমি বরং বলব জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর ওপর দাঁড়িয়ে আমাদের দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে। আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এ দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়।

তিনি আরও বলেন, আমাদের ঘেরাও করে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান তারা যেন এ সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব বলেও উল্লেখ করেন তিনি।

অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরপ্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন। তার বক্তব্য বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভির চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হয়।

শেখ হাসিনার সরকারের পতনের তিনদিন পর গত ৮ আগস্ট ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরদিন রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন উপদেষ্টারা।

Related posts

নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য: নাহিদ ইসলাম

Ny Bangla

সায়েন্স ল্যাবে গুলিবিদ্ধ পাঁচ শিক্ষার্থী

saeimkhan

দেশ পরিচালনা করতে চায় বিএনপি: তারেক রহমান

Ny Bangla

ঢাকেশ্বরী মন্দিরে জামায়াতের আমির, হিন্দু নেতারা বললেন, কী দোষ করেছি আমরা

isa

ঘুরে দাঁড়িয়ে আগামী নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ: হানিফ

Ny Bangla

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy