রিপাবলিকান পার্টির অনেক সদস্য সাবেক প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনের দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত এদের মধ্যে রয়েছেন সাবেক কংগ্রেস সদস্য এডাম কিনজিনগার এবং লিজ চেনী এছাড়া জর্জিয়ার সাবেক লিওটেনেন্ট গভর্নর জেফ ডানকান ও রয়েছেন এই দলে।
তবে দলের বর্তমান সদস্যদের মধ্যে ট্রাম্পের সমালোচকদের সংখ্যা বিরল। আরও বিরল রিপাবলিকান পার্টি সদস্য হয়ে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন দেয়া। এই বিরল কাজটি করেছেন অ্যারিযোনার মেসা শহরের রিপাবলিকান মেয়র জন জাইলস।
আনুষ্ঠানিকভাবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সমর্থনের ঘোষণা দিয়েছেন তিনি। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজের এমন অবস্থানের কারণ ব্যাখ্যা করেছেন তিনি।
তিনি বলেন রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থীর প্রতি সৃষ্ট হতাশা থেকেই এমন সিদ্ধান্ত নেন।
কামালা হ্যারিসকে সমর্থন দেয়ার ঘোষণার পর দলের কেউ তাকে কিছু বলেছি কিনা জানতে চাইলে তিনি বলেন, কেউ কেউ বলেছেন তবে দলের অনেক সদস্য স্থানীয় সমর্থকদের অনেকেই আর সিদ্ধান্তকে স্বাগত জানান।
ঠিক কি কারনে ডোনাল্ড ট্রাম্পের মত একজন সাবেক প্রেসিডেন্টকে বাদ দিয়ে প্রতিপক্ষের প্রার্থীকে সমর্থন দিচ্ছেন জানতে চাইলে মেয়র জাইলস বলেন, তিনি মনে করেন ডোনাল্ড ট্রাম্প দেশের নির্বাচিত জনপ্রতিনিধি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল নন।
অন্যদিকে কামালা হ্যারিসকে তার যোগ্য প্রার্থী মনে হওয়ায় তাকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নেন।
কামালা হ্যারিসের রানিং মেইট হিসেবে সেনেটর মার্ক ক্যালিকে সমর্থন করবেন কিনা জানতে চাইলে তিনি ইতিবাচক উত্তর দেন।
অন্য রিপাবলিকানদেরও প্রথা মেনে দলের প্রার্থী বলেই ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে হবে এমন বিশ্বাস থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

previous post