টাইম স্কয়ার। বিশ্বের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কের আলো-জ্বলমলে দর্শনীয় স্থান। অ্যামেরিকার নিউইয়র্কে এলে পর্যটক মাত্রই তাদের প্রথম পছন্দ টাইম স্কয়ারে বেড়ানো। এই টাইম স্কয়ারে কীর্তন হয়েছে, যোগ ব্যায়ামের আসর বসেছে।
এখানে বড় পর্দায় উঠেছে বঙ্গবন্ধুর ছবি। চলতি বছর বাঙালির বর্ষবরণ উৎসব হয়েছে এখানে। রমজানে তারাবির নামাজ কিংবা দিওয়ালী উৎসবও হয়েছে।
এবার টাইম স্কয়ারে আসছেন দেবী দুর্গা। শারদীয় উৎসবের জমকালো প্রস্তুতি চলছে। মহালয়ার পর তারিখটিও ফেলা হয়েছে এমনভাবে যেন কোনো সংগঠনের পূজো আয়োজনে ব্যাঘাত না ঘটে। সবাই সানন্দে যেতে পারবেন টাইম স্কয়ারে। এ যেন পূজোর মধ্যেই পূজো, পূজোর আগেই পূজো।
আগামী ৪, ৫ ও ৬ অক্টোবর ২০২৪ শুক্র, শনি ও রবিবার টাইম স্কয়ারে হবে দেবী দুর্গার আরাধনা। সাপ্তাহিক ছুটি হওয়ায় ইতোমধ্যে নিউইয়র্কের বাইরে অ্যামেরিকার বিভিন্ন কাউন্টি থেকেও অনেকেই আসার পরিকল্পনা করছেন। অনেকে আসছেন কানাডা থেকেও। টাইম স্কয়ারে দুর্গাপূজা—এ তো আর মিস করা যায় না!!
প্রসঙ্গত, এরআগে নিউইয়র্কের বাঙালিপাড়া জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সার্বজনীন দুর্গাপূজা করা হয়েছে। প্রতিবারের মতো এবারও ডাইভারসিটি প্লাজায় পূজা হবে। কিন্তু তার আগেই টাইম স্কয়ারে উদযাপিত হবে ঐতিহাসিক আয়োজন।
![](https://www.nybanglalife.com/wp-content/uploads/2024/07/1634388228504.jpeg)
previous post
next post