এখনো নিঃশেষ হয়ে যায়নি হারিকেন বেরিলের প্রভাব। এর প্রভাবে শক্তিশালী টর্নেডোর কবলে পড়ে ওয়েস্টার্ন নিউ ইয়র্ক।
এই অঞ্চলের ওপর দিয়ে অন্তত তিনটি টর্নেডো বয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।।
টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি উপড়ে পরে গাছপালা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় অনেক এলাকায়।
পরিস্থিতি মোকাবেলায় বাফালো ইডেন শহরে জারি করা হয়েছে। এখনো ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
ইডেনে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। এই অবস্থায় বাসিন্দাদের বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
স্থানীয় অনেকেই সাধ্যমত ধ্বংসস্তূপ সরানোর কাজ করেছেন। ওয়েস্ট ফলছের এক বাসিন্দা জানান , এর আগে কখনোই এমন টর্নেডো দেখার অভিজ্ঞতা নেই তার।
তবে বাড়িঘর গাছ-পালা ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত টর্নেডোতে কেউ হতাহত না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা।
টর্নেডোর ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পূর্ব প্রস্তুতি হিসেবে বেজমেন্টে আশ্রয় নেন অনেকেই। তবে সেখান থেকে জোরে বাতাস বয়ে যাওয়ার শব্দ পাওয়া যাচ্ছিল বলে জানান ইডেনের এই বাসিন্দা।
পরিস্থিতি মোকাবেলায় আগে থেকে প্রস্তুতি নেয়া ছিল বলে জানিয়েছেন এইটার শহর কর্তৃপক্ষ। যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপ স্বর্ণ ও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা।