New York Bangla Life
অ্যামেরিকা

ওহাইওতে নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত মা

ওহাইও স্টেইটে অ্যালেক্সা স্টেকলি নামের এক নারী ৬ বছর বয়সী শিশুকে রক্ষা করতে গিয়ে নিহত হয়েছেন। ওই নারীর গাড়ি চুরি করার সময় গাড়িতে উপস্থিত থাকা তার শিশুকে রক্ষা করতে গেলে গাড়ির ধাক্কায় নিহত হন তিনি।

২৯ বছর বয়সী স্টেকলি একটি স্কুল ডিস্ট্রিক্টে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট হিসেবে কাজ করতেন এবং আরেক জায়গায় ওয়েট্রেস হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন কলম্বাস পুলিশ ডিপার্টমেন্ট ।

পুলিশ জানায়, স্টেকলি রাতে তার কাজ শেষ করার পর সন্তানকে বেবিসিটারের বাড়ি থেকে আনতে যান। তখন বেবিসিটারের বাড়ির বাইরে পার্ক করা ছিল তার গাড়ি।

স্টেকলি তার সন্তানকে ঘুমন্ত অবস্থায় গাড়িতে রেখে বেবিসিটারের বাড়িতে কিছু জিনিসপত্র আনতে যান। ফিরে আসতেই তিনি দেখেন তার গাড়িটি ইতোমধ্যে রাস্তার দিকে চলা শুরু করেছে।

তখন তিনি গাড়ির দিকে দৌড়ে এগিয়ে যান। তখনই তাকে চলন্ত গাড়ি দিয়ে আঘাত করে ফুটপাথে ফেলে দেয় গাড়িটি।

স্টেকলি এর কয়েক ঘণ্টা পরেই মারা যান বলে জানিয়েছে পুলিশ।

কিছুটা দূরে গিয়ে স্টেকলির গাড়িটি ছিটকে পড়ে এবং পুলিশ তার ছয় বছর বয়সী শিশুটিকে অক্ষত অবস্থায় গাড়ির ভেতরে থেকে উদ্ধার করে ।

স্টেকলির কর্মক্ষেত্র ক্যানাল উইনচেস্টার স্কুল এক বিবৃতিতে বলেছে, স্টেকলি যথেষ্ট স্মার্ট ও সহানুভূতিশীল ছিলেন। তিনি শিশুদের সাহায্য করার বিষয়ে প্রচুর যত্নশীল ছিলেন।’

এই ঘটনায় কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

স্টেকলিকে আঘাত করার পর দুই ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় বলে জানিয়েছেন পুলিশ।

প্রত্যক্ষদর্শী কাছ থেকে দুইজন ব্যক্তির বর্ণনার সঙ্গে মিল পেয়েছে পুলিশ। ঘটনার দিন অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানোর সময় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related posts

১২৫ হাজার শরণার্থী নেয়ার পরিকল্পনা বাইডেনের

Ny Bangla

এবার কামালাকে সমর্থন দিলেন জুলিয়ানির মেয়ে

Ny Bangla

সরকারি চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা বাদ দেব: কামালা

Ny Bangla

৪ সেপ্টেম্বর ডিবেটে অংশ নিতে রাজি ট্রাম্প

Ny Bangla

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে চিঠি রাজা কৃষ্ণমূর্তির

Ny Bangla

নির্বাচন ছেড়ে যাচ্ছি না আমি: বাইডেন

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy