বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ প্রতিষ্ঠানের মধ্য অন্যতম সিএনএন। অ্যামেরিকান সংবাদমাধ্যম সিএনএন- এর প্রায় ১০০ কর্মী চাকরি হারাতে যাচ্ছেন । বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ বিষয়টির তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, সিএনএন-এর পরিকল্পনা অনুযায়ী টেলিভিশনের সাংবাদিকদের ডিজিটাল নিউজ টিমের সঙ্গে একত্রিত করা হবে। আরও বেশি ভিডিও কনটেন্ট তৈরিতে বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।
সিএনএন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক থম্পসন বলেন, ‘আগামীতে বিলিয়ন ডলারের ডিজিটাল ব্যবসা গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছি আমরা।’
মার্ক থম্পসন নিউ ইয়র্ক টাইমস এবং বিবিসিতে সাবেক এক্সিকিউটিভের দায়িত্ব পালন করেছেন। তিনি গত বছরের সিএনএন-এর সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে নেটওয়ার্কের কার্যক্রমকে স্ট্রিমলাইন করার চেষ্টা করছেন এবং নেটওয়ার্কের কার্যক্রম সহজতর করার চেষ্টা করছেন।
এক সংবাদমাধ্যমে সিইও জিম ব্যাঙ্কফ বলেন, টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির শিকার হয়ে কর্মীসংখ্যা কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির মালিকানাধীন সিএনএন গত বছর ম্যাক্সে কনটেন্ট স্ট্রিমিং শুরু করে। এর ধারাবাহিকতায় এই বছরের শেষ নাগাদ সিএনএন ডট কম এর জন্য একটি স্বতন্ত্র সাবস্ক্রিপশন চালু করবে। যা লাইফস্টাইল ও ফিচার কনটেন্টের ওপর ফোকাস করবে।
সিএনএন এর নতুন পরিকল্পনার অংশ হিসেবে একটি ইউনিট টিভি ফিউচার ল্যাব তৈরি করবে এবং সিএনএন এর জন্য কনটেন্ট তৈরি করবে পাশাপাশি ডিজিটাল চ্যানেলগুলোর জন্য সিএনএন এর টিভি প্যাকেজ তৈরি করবে।
থম্পসন সিএনএনের সম্পাদকীয় কাজের ক্ষেত্রেও বেশ কয়েকটি পরিবর্তনের কথা বলেন।
কর্মী ছাঁটাইয়ে সিএনএন
previous post