New York Bangla Life
অ্যামেরিকা

কামালাকে উন্মাদ বললেন ট্রাম্প

উত্তর ক্যালিফোর্নিয়ায় ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারসভায় অংশ নিয়ে কামলা হ্যারিসকে ‘উগ্র বামপন্থি ‘উন্মাদ’ বলে মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, কামলা একজন উগ্র-বামপন্থি উন্মাদ। তিনি দেশকে ধ্বংস করে দেবেন। আমরা কোনোভাবেই এমনটা হতে দিতে পারি না। গর্ভপাতের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কামলার শক্তিশালী অবস্থানের সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, কামালা ভ্রূণ হত্যাকে সমর্থন করেন।

সীমান্ত ইস্যু তুলে কামালাকে আক্রমণ করে ট্রাম্প বলেন, “অভিবাসন বিষয়ে বাইডেন প্রশাসনের নীতির জন্য কামালাকে দায়ী করা উচিত। কামালা অ্যামেরিকার সীমান্ত উন্মুক্ত করে দিয়েছেন। ফলে সারা বিশ্ব থেকে দুই কোটি অবৈধ অভিবাসী অ্যামেরিকা ঢোকার সুযোগ পেয়েছেন।”

কামালা হ্যারিস গর্ভপাতের অধিকার রক্ষায় সবসময়ই সরব থেকেছেন, যা নিয়ে অ্যামেরিকার সমাজ ও রাজনীতিতে ব্যাপক বিতর্ক রয়েছে।

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কামালা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পর কামালাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।

কামালা প্রথম কৃষ্ণাঙ্গ নারী, প্রথম এশিয়ান-আমেরিকান, যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তিনি হবেন প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট।

জানা গেছে, কামালা হ্যারিসের প্রার্থিতা চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে তার দল। অন্যদিকে, রিপাবলিকান শিবির ট্রাম্পের নেতৃত্বে নির্বাচনী প্রচারে নতুন কৌশল নিয়েছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, উভয় দলের মধ্যে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতার মাত্রা ততই বাড়ছে।

Related posts

গাজায় এখন যুদ্ধ শেষ করার সময়: বাইডেন

Ny Bangla

রিপাবলিকান নেতাদের বিশ্বাস ট্রাম্পই জিতবেন

Ny Bangla

কামালার প্রচারণা শিবিরের অফিসে বন্দুক হামলা

Ny Bangla

বাইডেনের ভবিষ্যত নিয়ে শঙ্কায় ওবামা ও পেলোসি

Ny Bangla

ওহাইওতে নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত মা

Ny Bangla

অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠিন চ্যালেঞ্জে ট্রাম্প

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy