‘মার্ক্সবাদী’, ভীষণ ‘উগ্র’, তিনি অ্যামেরিকাকে ‘ধ্বংস’ করে দিতে চান—এসব তকমা দেওয়া হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে। নির্বাচন সামনে রেখে তাঁর বিরুদ্ধে নানা নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকানরা।
আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে কামালার নাম চূড়ান্ত হওয়ায় প্রতিপক্ষ রিপাবলিকান শিবির তাঁর সমালোচনায় গলা চড়ায়। কামালার বিরুদ্ধে রিপাবলিকানদের নেতিবাচক ও আগ্রাসী সমালোচনার ভাষা এতটাই তীব্র যে তা বাইডেনের বিরুদ্ধে চলা প্রচারণার চেয়েও কড়া।
একসময় রিপাবলিকানদের পক্ষ থেকে বাইডেনের সমালোচনা করতে গিয়ে ‘কুটিল’, ‘খারাপ’, ‘উদ্যমহীন’ শব্দগুলো ব্যবহার করা হতো। এখন কামালাকে বলা হচ্ছে ‘সীমান্ত জার’। অর্থাৎ তিনি অ্যামেরিকার সীমান্তে অনিবন্ধিত অভিবাসন সমস্যার সমাধানে বাজেভাবে ব্যর্থ হয়েছেন।
রিপাবলিকান সমাবেশগুলোয় কামালার বিরুদ্ধে ‘সীমান্ত জার’ শব্দটা ৮০ বারের বেশি ব্যবহৃত হয়েছে। কামালার বিরুদ্ধে ‘উন্মুক্ত সীমান্ত’ নীতির অভিযোগ তুলে তাঁর কড়া সমালোচনা করে আসছেন রিপাবলিকানরা।
প্রচারণায় নেতিবাচক শব্দগুলো এখন বেশি ব্যবহৃত হচ্ছে। বাইডেনের তুলনায় কামালার বিরুদ্ধে ৩০ শতাংশ বেশি নেতিবাচক ভাষায় প্রচার চলছে।
ট্রাম্প-সমর্থকেরা টেলিভিশনের পর্দায় কামালার বিরুদ্ধে ‘অপরাধ’, ‘ধ্বংস’, ‘খারাপ’—এমন নেতিবাচক শব্দ ব্যবহার করছেন।
একই সময় ডেমোক্র্যাটরা তুলনামূলক ইতিবাচক শব্দ ব্যবহার করছেন। কামালা প্রার্থিতায় আসার পর ‘স্বাধীনতা’, ‘বিজয়’, ‘উচ্ছ্বাস’-এর মতো শব্দগুলো টক শোতে ৩০ শতাংশ বেশি এবং নির্বাচনী সমাবেশ ৭০ শতাংশ বেশি ব্যবহৃত হয়েছে।
ট্রাম্প ও তাঁর সহযোগীরা বাইডেনের তুলনায় কামালাকে আরও বেশি উগ্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। এ জন্য তাঁরা কামালাকে ‘বামপন্থী’ ও ‘উগ্র’ হিসেবে বর্ণনা করছেন।
গত ২১ জুলাই প্রার্থিতা প্রত্যাহার করে নেন বাইডেন। এরপর হঠাৎ কামালার ক্ষেত্রে ‘উদারপন্থী’ শব্দের ব্যবহার লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। সমাবেশে আট গুণ বেশি এবং টক শোতে ছয় গুণ বেশি ব্যবহার করা হয় এই শব্দ।
আগে বাইডেনের ক্ষেত্রে ‘সমাজতন্ত্রী’ ও ‘মার্ক্সবাদী’ বিশেষণ খুব একটা ব্যবহার হতে দেখা যায়নি। কিন্তু পরে রিপাবলিকানদের শব্দ ভান্ডারে এগুলো খুবই সাধারণ হয়ে ওঠে।
এমনকি ট্রাম্প তাঁর ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বীকে ‘কমরেড কামালা’ বলেও উল্লেখ করেছেন। বিভিন্ন নির্বাচনী সমাবেশে ট্রাম্প অন্তত ৩০ বার কামালার বিরুদ্ধে বলতে গিয়ে এই শব্দ ব্যবহার করেছেন।
কামালাকে চিহ্নিত করার ক্ষেত্রে যেসব শব্দ বা শব্দবন্ধনী ব্যবহার হয়, সেগুলোর মধ্যে ‘কমরেড’ সপ্তম অবস্থানে আছে। এর বিপরীতে ডেমোক্র্যাটরা তাঁদের প্রার্থী কামালার ক্ষেত্রে ‘নেতা’, ‘প্রস্তুত’ ইত্যাদি বলেছেন। এখানে ‘প্রস্তুত’ বলতে কামালা পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রস্তুত বোঝানো হয়েছে।
previous post