New York Bangla Life
অ্যামেরিকা

কামালার আগমনে ট্রাম্পের সম্পদমূল্য হ্রাস

প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জায়গায় কামালা হ্যারিস আসার পর আরেক প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সম্পদ কমতে শুরু করে। মূলত ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের শেয়ারের মূল্যহ্রাসের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়।

সিএনএনের সংবাদে বলা হয়, গত ২১ জুলাই কামালা হ্যারিস নির্বাচনের ময়দানে প্রবেশ করার পর ট্রুথ সোশ্যালে ট্রাম্পের শেয়ারের মূল্য ৯০ কোটি ডলার কমেছে। সেদিনের পর থেকে এখন পর্যন্ত ট্রুথ সোশ্যালের শেয়ারের মূল্য ২৩ শতাংশ কমেছে; এতেই কমেছে ট্রাম্পের সম্পদ।

১৯ জুলাই ট্রুথ সোশ্যালে ট্রাম্পের শেয়ারের দাম ছিল ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলারের বেশি। এরপর জো বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে কামালা হ্যারিসকে সমর্থন দেন। এরপর শেয়ারের দাম কমে ট্রাম্পের সম্পদমূল্য ৩ দশমিক ১ বিলিয়ন বা ৩১০ কোটি ডলারে নেমে আসে।

বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, নির্বাচনের মাঠে ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিসের জোর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অর্থাৎ ট্রাম্পের সম্ভাবনা কমছে। কামালা হ্যারিসের জনপ্রিয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা এখন স্টক কেনাবেচার মধ্য দিয়ে নিজেদের সন্দেহের জানান দিচ্ছেন। তবে ট্রাম্প জিতলে ট্রুথ সোশ্যাল তাঁর আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যম হতে পারে।

গত জুন মাসে জো বাইডেন প্রেসিডেন্ট পদপ্রার্থীদের বিতর্কে খুবই খারাপ করেন। এ ঘটনার জেরে ট্রাম্পের মালিকানাধীন ট্রুথ সোশ্যালের শেয়ারের দাম সাময়িকভাবে বেড়ে যায়।

কিন্তু মানুষের মধ্যে ট্রুথ সোশ্যালের জনপ্রিয়তা তেমন একটা নেই বললেই চলে। জুন মাসে ট্রুথ সোশ্যালে মাসে অন্তত একবার ঢুঁ মারা ব্যবহারকারীরা সংখ্যা ৩৮ শতাংশ কমেছে।

এ কোম্পানির সবচেয়ে বেশি শেয়ারের মালিক ডোনাল্ড ট্রাম্প। তাঁর শেয়ারের পরিমাণ ১১ কোটি ৪৭ লাখ। ট্রাম্প এই কোম্পানির চেয়ারম্যান এবং এই মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়ও তিনি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের হিসাব অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের মোট সম্পদমূল্য ৫৯০ কোটি ডলার।

শেয়ার কেনাবেচার পরও ট্রাম্প মিডিয়ার বাজার মূলধন এখন ৫১০ কোটি ডলার। এই কোম্পানি রাজস্ব আয় অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের তুলনায় নগণ্য।
গত বছর ট্রাম্প মিডিয়া রাজস্ব আয় করেছে মাত্র ৪১ লাখ ডলার। জেট ব্লু গত বছর আয় করছে এর ২ হাজার ৩০০ গুণ। কিন্তু ট্রাম্প মিডিয়ার বাজার মূলধন জেট ব্লুর চেয়ে বেশি।

Related posts

মৃত্যুর সঙ্গে মুখোমুখি হওয়ায় আমার মনোবল ভাঙ্গেনি: ট্রাম্প

Ny Bangla

ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগে সীমান্তে অভিবাসন প্রত্যাশীর ঢল

Ny Bangla

ডিবেটের আগে কামালাকে আক্রমণ ট্রাম্পের

Ny Bangla

নয় বিচারপতির আচরণবিধি প্রস্তাব করবেন বাইডেন

Ny Bangla

কামালার বিরুদ্ধে গলা চড়াচ্ছেন রিপাবলিকানরা

Ny Bangla

হ্যারিসের সঙ্গে আবারো ডিবেট ট্রাম্পের জন্য বোকামি: চার্লি ডেন্ট

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy