সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন।
এক মিনিটের একটি ভিডিও ফোনকলে হ্যারিসকে এই সমর্থন জানাতে দেখা গেছে ওবামা দম্পতিকে। বারাক ওবামা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসকে সমর্থন দেবেন কি না, তা নিয়ে কয়েকদিন ধরেই চলছিল নানা জল্পনা।
এ সমর্থনের মধ্য দিয়ে অবশেষে অবসান হলো সব জল্পনার। সেইসঙ্গে নিজ দলের প্রার্থী হিসেবে কামালার অবস্থান আরও শক্ত হলো।
যৌথ এক বিবৃতিতে ওবামা দম্পতি বলেন, তারা বিশ্বাস করেন, কামালা হ্যারিসের ‘দূরদর্শিতা, বিশিষ্ট গুণাবলি এবং শক্তি’ আছে, যা এই গুরুত্বপূর্ণ মুহূর্তে থাকাটা জরুরি।
প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পর বিশিষ্ট ডেমোক্র্যাট নেতা এবং বারাক ওবামা সঙ্গে কথা বলেন কামালা।
বারাক ওবামা বলেন, কামালা হ্যারিসকে সমর্থন জানানোর চেয়ে গর্বের এবং খুশির আর কিছু তাদের জন্য হতে পারত না। কামালা হ্যারিসকে জয়ী করতে ‘সম্ভাব্য সবকিছু’ করবেন বলেও প্রতিশ্রুতি দেন ওবামা দম্পতি।
মিশেল ওবামা বলেন, ‘আমি আপনাকে নিয়ে গর্বিত। এই নির্বাচন ঐতিহাসিক হতে চলেছে।’
কামালাকে ওবামা দম্পতির এই সমর্থনের পর তার সামনে দলীয় কোনো বাধাই থাকল না বলে মনে করা হচ্ছে। নিউইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গও খুব দ্রুত কামালাকে সমর্থন দেবেন বলে আশা করা হচ্ছে।
কামালা খুব দ্রুতই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট ডেলিগেটের সমর্থন পেয়েছেন। আগস্টে দলীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনিই দলের মনোনয়ন পেতে চলেছেন।

previous post
next post