ফরমে সই করার মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে দেখা যাবে।
প্রতিটি ভোট আদায়ে তিনি কঠোর পরিশ্রম করবেন বলেন কামালা হ্যারিস।
তিনি বলেন, ফরমে সই করার মাধ্যমে প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি। প্রতিটি ভোট আদায়ে কঠোর পরিশ্রম করব। এবং নভেম্বরে জনগণের ভোটে আমরা জয়ের মুখ দেখব।
প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর কামালা হ্যারিস কে প্রকাশ্যে সমর্থন দেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা।
ওবামা বলেন, তিনি ও মিশেল ওবামা আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কামালা হ্যারিসের জয় নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করবেন।
এর আগে প্রেসিডেন্ট পদের জন্য কামালা হ্যারিস কে প্রকাশ্যে সমর্থন দেন অভিনেতা জর্জ ক্লুনি।
হোয়াইট হাউযের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে জোর দিয়ে বলেন, ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারসের চেয়ে যোগ্য আর কেউ নেই।