ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিসের রানিং মেইট হিসেবে যে তিনজনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তারা হলেন, পেনসিলভেনিয়ার গভর্নর যশ শাপিরো, অ্যারিজোনার সেনেটর মার্ক ক্যালি এবং মিনিসটার গভর্নর টিম ওয়াল্স।
যশ শাপিরোকে নিয়ে জল্পনা বেশি হলেও নিজের স্টেটের সমর্থক ও পার্টির বিরোধীতার মুখে পড়েছেন শাপিরো। কেউ কেউ মনে করেন বলার মত উল্লেখযোগ্য কোন অর্জন শাপিরোর নেই। যা বিবেচনায় নিয়ে তাকে কামালা হ্যারিস নিজের রানিং মেইট হিসেবে বেছে নিতে পারেন।
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্ক ক্যালি নিজ দল ও রিপাবলিকান পার্টির সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেন। তবে তিনি যশ শাপিরোর মতো বাককটু নন।
প্রেসিডেন্ট এর অবর্তমানে ভাইস প্রেসিডেন্ট দেশের দায়িত্ব নেন। তাই নিজের ছায়া হিসেবে তাকে বেছে নেবেন সে সিদ্ধান্ত কামালা হ্যারিসের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে।
ব্লুমবার্গ নিউজে ডাইরেক ওয়াল ব্যাংক বলছেন, কামালা হ্যারিস নিঃসন্দেহে ভালো করছেন। এরই মধ্যে জরিপে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ভালো অবস্থানে আছেন তিনি।
এছাড়া নির্বাচনী তহবিলের ক্ষেত্রেও যথেষ্ট ভালো অবস্থানে আছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এরই মধ্যে নতুন নতুন ভোটাররা যুক্ত হতে যাচ্ছেন তার সাথে। এমনটা প্রেসিডেন্ট বাইডেনের ক্ষেত্রে দেখা যায়নি।
এদিকে কামালা হ্যারিস তাকে রানিং মেইট হিসেবে বেছে নিলে তাতে সম্মতি দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে সেনেটর মার্ক ক্যালি বলেন, বিষয়টি তার সাথে সম্পর্কিত নয়, দেশের ভবিষ্যতের সাথে সম্পর্কিত।
অপরদিকে অনেকেই মনে করেন মিনিসটার গভর্নর টিম ওয়াল্সই কামালা হ্যারিসের রানিং মেইট হিসেবে এগিয়ে থাকবেন।
previous post