কামালা হ্যারিস দেশের পুলিশ ডিপার্টমেন্টকে অকার্যকর করতে চান বলে অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ” কেউ যদি পুলিশের বরাদ্দ বাতিল করতে চায় সে দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়।” ট্রাম্প দাবি করেন যে ডিবেটে তাকে কমিউনিস্ট ধর্মান্ধ হ্যারিসের পাশাপাশি এবিসি নিউজের পক্ষপাতদুষ্ট সাংবাদিকদের সাথে লড়াই করতে হয়েছিল।
এ ছাড়া রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মনে করেন, আগামী নির্বাচনে হ্যারিসের মতো কমিউনিস্টরা নির্বাচিত হলে দেশ ধ্বংস হয়ে যাবে।
ট্রাম্প বলেন, পুলিশের বরাদ্দ বাতিল করে ব্যর্থ ভাইস প্রেসিডেন্ট দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বিপর্যস্ত করে দিতে চান।
ডিবেটে কামালা হ্যারিস অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে গেছেন উল্লেখ করে ট্রাম্প। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে হ্যারিস কিছুই বলতে পারেন নি।
ট্রাম্প আরও বলেন, ভোটারদের মধ্যে কেউ জানতে চান নি হ্যারিস কোথায় শৈশব কাটিয়েছেন।
হ্যারিসের সাথে ডিবেটে ভালো করেন উল্লেখ করে ট্রাম্প দাবি করেন। এবিসি নিউজের একপেশে সাংবাদিকতার সমালোচনাও করেন ট্রাম্প।
ডিবেটে অপরাধের হার সম্পর্কে তার বক্তব্য যথার্থ বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, অপরাধের বিষয়ে এফবিআই পর্যাপ্ত রিপোর্ট করেনি।
তিনি বলেন, হ্যারিস অপরাধের হার কম দেখানোর চেষ্টা করে লাভবান হতে পারবেন না। কারণ দেশের মানুষ জানে পরিস্থিতি কতটা ভয়াবহ।
ব্যর্থ ব্যক্তিদের ভোট না দেওয়ার আহবান জানান রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প।

previous post
next post