বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শুরু করেন আন্দোলনকারীরা।
এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মহাসড়কে অবস্থান নিতে দেখা যায়।
ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা দিতে চাইলে উত্তেজনা ছড়িয়ে যায়।
উত্তেজনার এক পর্যায়ে তারা স্থানীয় রিলায়েবল সিএনজি অ্যান্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের পাশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে আগুন দেন।
এরপর কুমিল্লার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ফিরিয়ে দেন।
আন্দোলনকারী কয়েকজন বলেন, আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা হাতে নিয়ে প্রতিটি যানবাহন তল্লাশি করে। শিক্ষার্থী পরিচয় পেলে হুমকি দিয়ে বাড়ি যেতে বলেন।
অন্যদিকে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করছেন।
previous post
next post