বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচিতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় ৩০ জন শিক্ষার্থী আহত এবং ছয়জন গুলিবিদ্ধ হয়। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।
হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ছিল না বলে জানিয়েছেন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা।
শিক্ষার্থীরা কুমিল্লা জিলা স্কুলের সামনে গণমিছিল কর্মসূচিতে জড়ো হন। আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা নিউমার্কেট সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেন।
শিক্ষার্থীরা মিছিল নিয়ে ফৌজদারী হয়ে পুলিশ লাইনসের এগোতে থাকলে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।
শিক্ষার্থীদের লক্ষ্য করে তারা গুলি করে এবং কয়েকজনকে চাপাতি দিয়ে কোপানো হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, নেতাকর্মীদের হামলায় প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটতে থাকেন শিক্ষার্থীরা।
অনেক নারী শিক্ষার্থী দৌড়ে গিয়ে পুলিশ লাইনসের ভেতর আশ্রয় নেন।
ভুক্তভোগীরা বলেন, এর আগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়।
previous post