New York Bangla Life
অ্যামেরিকা

কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সম্মেলনে সমালোচনার মুখে ট্রাম্প

দেশের কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের বৃহত্তম বার্ষিক সমাবেশে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের যোগদান নিয়ে সংগঠনটির সদস্যরা তার তীব্র সমালোচনা করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নভেম্বরের নির্বাচন থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের সরে দাঁড়ানোর এক সপ্তাহ পর শিকাগোতে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্টের বার্ষিক কনভেনশনে এটি ছিল ট্রাম্পের প্রথম উপস্থিতি।

এই সংগঠনটি ১৯৭৫ সাল থেকে নিয়মিতভাবে প্রেসিডেন্ট প্রার্থীদের তাদের বার্ষিক সমাবেশে ভাষণ দেয়ার জন্য আমন্ত্রণ জানায়।

সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০৪ সালে সংগঠনটির একটি সম্মেলনে বক্তৃতা করার পর এই প্রথম ট্রাম্পই তাদের প্রস্তাব গ্রহণ করেন।

তিনজন কৃষ্ণাঙ্গ নারী সাংবাদিক ট্রাম্পের সাক্ষাৎকার নেবেন বলে জানা গেছে।

নির্বাচনের আগে ট্রাম্পকে তাদের এই প্ল্যাটফর্মটি ব্যবহার করার সুযোগ দেয়া উচিত হয়নি বলে জানান সংগঠনটির কিছু সদস্য।

তারা বলেন, ট্রাম্প অনেক সময় কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের কাজকে অবমাননা করেছেন এবং নির্বাচনি প্রচারে বর্ণবাদী ভাষার ব্যবহার করেন ।

কারেন আত্তিয়া, ওয়াশিংটন পোস্টের একজন কলামিস্ট যিনি এই বছরের কনভেনশনের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। ট্রাম্পের যোগদানের প্রতিবাদে তিনি তার পদ থেকে পদত্যাগ করছেন।

যদিও আত্তিয়া বলেছিলেন যে “বিভিন্ন কারণগুলি” তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে, তিনি যখন তার আকস্মিক ঘোষণা করেছিলেন তখন তিনি বিশেষভাবে ট্রাম্পের সাক্ষাত্কারের দিকে মনোনিবেশ করেছিলেন।

তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘ট্রাম্পকে এই ধরনের প্ল্যাটফর্মে জায়গা দেয়ার সিদ্ধান্তের সঙ্গে আমি কোনভাবেই জড়িত নই।’

আটলান্টা জার্নাল-কনস্টিটিউশন সংবাদপত্রের সম্পাদক লেরয় চ্যাপম্যান জুনিয়র বলেন, ‘বিতর্কিত বিষয়গুলো স্বাভাবিক করার জন্য এখানে আমাদের যা দরকার তা হলো প্রেসিডেন্ট প্রার্থীরা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিচ্ছেন।’

Related posts

পররাষ্ট্রনীতি ও অভিবাসন নিয়ে ট্রাম্প-কামালার অবস্থান কী?

Ny Bangla

ট্রাম্পকে বিশ্বাস করা ঠিক হবে না: ডিক চেনি

Ny Bangla

অ্যামেরিকার গণতন্ত্র রক্ষায় ট্রাম্পকে জিততে হবে: ইলন মাস্ক

Ny Bangla

নিউইয়র্কে সাড়ম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নাট্য উৎসব ২০২৬

Ny Bangla

ট্রেজারি বিভাগে স্কট বেসেন্টকে মনোনয়ন দিলেন ট্রাম্প

Ny Bangla

নারীদের উচ্চ স্বরে কথা বলতে মানা, কঠিন আইন আফগানিস্তানে

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy