অ্যামেরিকার ক্যালিফোর্নিয়ায় থামছেই না আগ্নেয়াস্ত্র সহিংসতা। ক্যালিফোর্নিয়ার অ্যালামেডা শহরের কিটি হক রোডের ৪০০ ব্লকের একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছে। সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
অ্যালামেডা পুলিশ ডিপার্টমেন্ট (এপিডি) ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, এক ব্যক্তি তাদেরকে ফোন করে জানান যে আলামেডা শহরের কিটি হক রোডের ৪০০ ব্লকে তাদের প্রতিবেশীকে গুলি করা হয়েছে। অ্যালামেডা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
বাসভবনটিতে তল্লাশি করার সময় পরিবারের একাধিক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।
বন্দুকধারী হিসেবে সন্দেহভাজন একজনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে গুলি চালানোর বিষয়টি এখনও স্পস্ট না যা, কেন গুলি চালানো হয়েছে।
অ্যালামেডা পুলিশ বলেছে, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গুলিবিদ্ধ তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি এবং পরিবারের বাকি সদস্যদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
সাধারন জনগনের জন্য কোনও হুমকি রয়েছে কিনা এমন কোনও তথ্য নেই বলে নিশ্চিত করেছে অ্যালামেডা পুলিশ। এবং ঘটনার তদন্ত করা হচ্ছে।