গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দি ছয় জিম্মির মরদেহ উদ্ধার করেছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। ৩১ আগস্ট রাফা এলাকার এক সুড়ঙ্গ থেকে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।
ইসরায়েলি নিরাপত্তা বাহিনী রবিবার তাদের বিবৃতিতে বলে, ‘জিম্মিদের মরদেহ ইসরায়েলে ফেরত আনা হয়েছে। তাদের সবাইকে ৭ অক্টোবর বন্দি করা হয়। গাজা উপত্যকায় হামাস সন্ত্রাসীরা তাদের হত্যা করে।’
বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে হামাস। এই হামলায় অন্তত ১২ শ’ ইসরায়েলি নিহত ও ২৫০ জনকে জিম্মি করা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে আসছে।
হামাসের আক্রমণের জবাবে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন।
সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী ছয় জিম্মির নাম কারমেল গ্যাট, এডেন ইয়েরুশালমি, হেরশ গোল্ডবার্গ-পোলিন, আলেক্সান্ডার লোবানোভ, আলমগ সারুসি ও মাস্টার সার্জেন্ট ওরি ডানিনো।
‘জিম্মিদের মৃতদেহ খুঁজে পাওয়ার কিছুক্ষণ আগে হামাস সন্ত্রাসীরা তাদের নির্মমভাবে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।’
সেখানে অ্যামেরিকান এক নাগরিকের গোল্ডবার্গ-পোলিনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর, প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়ে বিপর্যস্ত ও ক্ষুব্ধ বলে জানান।’
জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী একটি দল এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জনসম্মুখে এসে বন্দিদের পরিত্যাগ করার দায় নিতে হবে।
এই ঘটনায় শোক প্রকাশ ক্ষমা প্রার্থনা করেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ ।
