সারা বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে।
এরমধ্যে চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় একজনকে আটক করে পুলিশ।
জানা গেছে, শাহ আমানত নতুন ব্রিজ এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। টিয়ারশেলের ধোঁয়ায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও রাস্তা ছেড়ে যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে সিটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসানকে আটক করে পুলিশ।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা নতুন ব্রিজ এলাকায় জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।
কিন্তু পুলিশ তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে। এতে অনেকে অসুস্থ হয়ে পড়েন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি হামলা ও শিক্ষার্থীদের হতাহতের ঘটনার বিচার দাবি করেন তারা।
previous post