জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়লয়ে বৈষম্যবিরোধী সমন্বয়ককে পিটিয়ে ছাত্রলীগকে ফাঁসাতে চায় ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির এমন নির্দেশই এসেছে বলে জানা যায়।
জাবি ছাত্রদল নামের ওয়াটসঅ্যাপ গ্রুপে এক বার্তায় ৩৯ ব্যাচের আফফান নামের ছাত্রদল নেতা লিখেছেন, ‘আজ বা আগামীকালের মধ্যে আমরা সবাই একত্রে বসে, স্যারদের সহযোগিতায় এবং আমাদের সক্রিয় অগ্রজদের পরামর্শ নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে । ওদের ফাঁদে ওদেরকেই ফেলতে হবে।’
সবচেয়ে অ্যালার্মিং, এখনো যদি আমাদের ছোট ভাইদের মার খাইতে হয় তাহলে আমাদের চুড়ি পরা উচিত। এটা আমাদের জাবি ছাত্রদলের অস্তিত্বের ব্যাপার, সবাইকে বসতে হবে এবং পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।’
কে এম রিয়াদ নামের একজন লিখেছেন, ‘ওকে মেরে দিক রানিং যারা আছে।’
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশ লিখেছেন, ‘জিতুকে সিঙ্গেলী পাইলে, মাইরা নিউজ করতে হবে যে সাবেক ছাত্রলীগ ক্যাম্পাসে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
৪২ ব্যাচের ছাত্রদল নেতা তমাল লিখেছেন, ‘অনেক কিছু করা যেতে পারে। জিতুর উপর হামলা, কিংবা প্রশাসন কে প্রেসার দিয়ে জিতুর বিচার বা মামলা করা। এভাবে রাজনীতি করা যায় না। আমাদের সকলে বসে একটা মাষ্টারপ্লান নিয়ে আগানো উচিত। হইতো আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারবো না।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর লিখেছেন, ‘ক্যাম্পাসের রানিং যারা আছো সবাই আল বেরুনি হলের সামনে যাও, মিজান, সালমানরা ঐখানে আছে।’