রাজনীতিতে টিম ওয়ালজ হয়তো খুব বেশি পরিচিত কোনো নাম নন। তবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস তাঁকে রানিং মেট হিসেবে ঘোষণা করার পর থেকে মিনেসোটা স্টেটের এ গভর্নর নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেন।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেন কামালা হ্যারিস। তিনি রানিং মেট তথা ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওয়ালজকে বেছে নিয়ে বলেন, তাঁকে রানিং মেট হিসেবে বেছে নিতে পেরে তিনি গর্ববোধ করছি।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে কামালা হ্যারিস লিখেছেন, ‘একজন গভর্নর হিসেবে, একজন কোচ হিসেবে ও যোদ্ধা হিসেবে তিনি তাঁর মতো শ্রমিক পরিবারগুলোর জন্য কাজ করেন। তাঁকে দলে পাওয়াটা আনন্দের।’
এদিকে ওয়ালজ বলেন, কামালা হ্যারিস তাঁকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়ায় তিনি ‘আজীবনের সম্মাননা’ বোধ করছেন।
কামালা হ্যারিস যদি নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারেন, তবে ওয়ালজ হবেন ভাইস প্রেসিডেন্ট।
৬০ বছর বয়সী ওয়ালজ একই সঙ্গে নির্বাহী ও আইনবিষয়ক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি। ২০১৮ সালে তিনি প্রথমবারের মতো মিনেসোটা স্টেটের গভর্নর নির্বাচিত হন। চার বছর পর নির্বাচিত হন দ্বিতীয় মেয়াদে। মিনেসোটা ডেমোক্রেটিক শিবিরের শক্ত ঘাঁটি না হওয়া সত্ত্বেও তিনি খুব সহজে দুই মেয়াদে নির্বাচিত হন।
এর আগে অ্যামেরিকার প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে ১২ বছর দায়িত্বপালন করেছেন ওয়ালজ। তিনি দক্ষিণাঞ্চলীয় মিনোসোটার একটি প্রত্যন্ত এলাকার প্রতিনিধিত্ব করেছেন।
একজন সামরিক কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন ওয়ালজ। ১৭ বছর বয়সে আর্মি ন্যাশনাল গার্ডে যোগ দেন তিনি। এরপর ২৪ বছর তিনি দায়িত্ব পালন করেন। কংগ্রেস সদস্য হওয়ার আগে স্কুলশিক্ষক হিসেবেও দায়িত্বপালন করেন তিনি।
