সিভিল রাইটস অ্যাক্টের ৬০ বছর পূর্তি উপলক্ষে টেক্সাসের অস্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদেন প্রেসিডেন্ট জো বাইডেন। অনুষ্ঠানে বাইডেন বলেন একটি মহাসমাজে কেউই পিছিয়ে থাকতে পারেন না।
সে কারণেই দেশের নেতারা বৈষম্য নিরসনের লক্ষ্যে সিভিল রাইটস অ্যাক্ট বাস্তবায়ন করেছেন বলে মন্তব্য করেন বাইডেন।
বাইডেন বলেন, ১৯৬৪ সালে সিভিল রাইটস অ্যাক্ট প্রণয়নের পর থেকে আইনটি দেশের মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তবে বর্তমানে দেশ একটি ভিন্ন সময়ে এসে উপনীত হয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সুপ্রিম কোর্টের দেওয়া সিদ্ধান্ত নাগরিক অধিকারের দীর্ঘদিনের সুরক্ষাকে অবমূল্যায়ন করেছে।
২০২২ সালে গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিলের বিষয়ে সুপ্রিম কোর্ট এর রায়ের কথা তুলে ধরেন জো বাইডেন।
এছাড়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম এর প্রজেক্ট ২০২৫ কে নাগরিক অধিকার বিরোধী বলে আখ্যায়িত করেন প্রেসিডেন্ট বাইডেন।
তিনি দাবি করেন উগ্র মেগা রিপাবলিকানরা দেশে বৈষম্য বাড়ানোর পরিকল্পনা করছেন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায় মুক্তির বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিষয় নিয়েও সমালোচনা করেন বাইডেন।

next post