New York Bangla Life
Image default
অ্যামেরিকা

টেলর সুইফটের ছবি পোস্ট করায় ট্রাম্পকে নিয়ে বিতর্ক

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যালে পপ তারকা টেলর সুইফটের একটি ছবি পোস্ট করেছেন। এতে টেলর সুইফট ট্রাম্পকে নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে টেলর সুইফটের ছবিসহ আরও কয়েকটি ছবি পোস্ট করেন। সেই ছবিগুলো হল এক্স-এর স্ক্রিনশট। দৃশ্যে সুইফট লাল, সাদা এবং নীল রঙের পোশাক পরে আছে। ক্যাপশনে লেখা, ‘টেলর সুইফট চান আপনি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিন’।

ট্রাম্প ওই পোস্টে লিখেছেন, ‘আমি স্বাগত জানাই!’ আগামী ৫ নভেম্বর অ্যামেরিকা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হবে।

সুইফটের অনেক ভক্ত এবং কিছু নজরদারি গ্রুপ বলছে ট্রাম্পের পোস্ট করা অনেক ছবিই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে করা। রয়টার্স টেলর সুইফটের মুখপাত্রের সাথে যোগাযোগ করেছে। তবে মুখপাত্র কোনো জবাব দেননি।

সুইফট এখনও প্রকাশ্যে এই নির্বাচনে কাউকে সমর্থন করেনি। কিন্তু ২০২০ সালে, তিনি প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার তাঁর রানিং মেট কামালাকে সমর্থন করেন। সে বছর একটি তথ্যচিত্রে ট্রাম্পের সমালোচনাও করেন সুইফট।

গতকাল সোমবার থেকে শিকাগোতে ডেমোক্রেটিক দলের চার দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনের যেকোনো দিন ডেমোক্রেটিক দল থেকে নভেম্বরের নির্বাচনের জন্য তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলার নাম ঘোষণা করা হবে।

শিকাগোতে শুরু হয়েছে ডেমোক্রেটিক পার্টির চার দিনব্যাপী ন্যাশনাল কনভোকেশন। সম্মেলনের যেকোনো দিন, ডেমোক্রেটিক পার্টি নভেম্বরের নির্বাচনে তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালাকে ঘোষণা করবে।

টেলর সুইফট ছাড়াও আরও কয়েকজন নারীর ছবি পোস্ট করেছেন ট্রাম্প। তিনি যেসব ছবি পোস্ট করেছেন সেগুলোয় নারীরা ‘সুইফটিস ফর ট্রাম্প’ লেখা টি–শার্ট পরে আছেন।

ব্যঙ্গাত্মক একটি প্রতিবেদনও পোস্ট করেছেন ট্রাম্প। প্রতিবেদনের শিরোনাম ‘আইএসআইএস টেলর সুইফটের কনসার্ট ভেস্তে দেওয়ায় সুইফটিরা ট্রাম্পের দিকে ঝুঁকছেন’। প্রতিবেদনটির শিরোনামের ওপরে লেখা ‘স্যাটায়ার’(ব্যঙ্গাত্মক)।

একটি হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে, কর্তৃপক্ষ এমন বক্তব্য দেওয়ার পর এ মাসে ভিয়েনায় তিনটি কনসার্ট বাতিল করেছেন সুইফট। এই প্রেক্ষাপটে এমন ব্যঙ্গাত্মক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় ১৯ বছর বয়সী স্থানীয় এক তরুণকে গ্রেপ্তারও করেছে। ওই তরুণ ইসলামিক স্টেটের মতাদর্শে বিশ্বাসী।

Related posts

আনুষ্ঠানিকভাবে ছেলেকে ক্ষমা করলেন বাইডেন

Ny Bangla

প্রার্থিতা প্রত্যাহারের চাপ নাকচ করে বাইডেনের চিঠি

Ny Bangla

কামালা নাকি ট্রাম্প, আরব অ্যামেরিকানরা কাকে বেছে নেবেন?

Ny Bangla

এবার ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

Ny Bangla

বাইডেনের ভবিষ্যত নিয়ে শঙ্কায় ওবামা ও পেলোসি

Ny Bangla

কামালা জয়ী হলে দেশকে শরণার্থী শিবিরে পরিণত করবেন: ট্রাম্প

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy