প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট কামালা হ্যারিসকে ভোট দেবেন বলে জানিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং আজীবন রিপাবলিকান ডিক চেনি। ৬ সেপ্টেম্বর এক বিবৃতিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আবারও ক্ষমতায় বসানো ঠিক হবে না বলেও সতর্ক করেন চেনি।
জর্জ ডব্লিউ বুশের প্রেসিডেন্ট থাকার সময় একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন ডিক চেনি। এক বিবৃতিতে চেনি বলেন, আমাদের প্রজাতন্ত্রের জন্য বর্তমান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় হুমকি কখনও কেউ ছিলেন না।”
চেনি আরও বলেন, ভোটাররা ট্রাম্পকে প্রত্যাখ্যান করার পর নিজেকে ক্ষমতায় রাখার জন্য মিথ্যা ও সহিংসতা করে গত নির্বাচন চুরি করার চেষ্টা করেছিলেন ট্রাম্প। তাকে আর কখনও ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করা ঠিক হবে না।
চেনি আরও বলেন, ‘নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের কর্তব্য সংবিধান রক্ষার জন্য দেশকে দলাদলির ঊর্ধ্বে রাখা। তাই আমি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে আমার ভোট দেব।’
এর আগে টেক্সাসে এক অনুষ্ঠানে তার মেয়ে সাবেক রিপাবলিকান আইন প্রণেতা লিজ চেনি বলেছিলেন, আসছে নির্বাচনে তার বাবা ডেমোক্রেট মনোনীত প্রার্থীকে সমর্থন দেবেন। এদিকে চেনির মন্তব্যকে স্বাগত জানিয়েছে হ্যারিস শিবির।
কামালার প্রচারাভিযান ম্যানেজার জেন ও’ম্যালি ডিলন বলেন, ভাইস প্রেসিডেন্ট চেনির সমর্থন পেয়ে গর্বিত। এছাড়া দেশকে দলের উপরে রাখার জন্য তার সাহসের প্রশংসা করেছেন বলেও জানান তিনি। তার মেয়ে লিজ চেনিও কামালাকে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে চেনির বক্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় চেনিকে ‘অপ্রাসঙ্গিক রিনো’ বলে মন্তব্য করেন ট্রাম্প। বলেন তিনি কেবল নামেই একজন রিপাবলিকান। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন।

previous post