সাবেক অ্যামেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার পেছনে অ্যামেরিকার বর্তমান প্রশাসনের হাত রয়েছে বলে তারা মনে করেন না। তবে এই প্রশাসন এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে, যেটা এই হামলাকে উসকে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ‘ট্রাম্পকে সরিয়ে দেওয়া ও হত্যা করার চেষ্টার সঙ্গে বর্তমান প্রশাসনের হাত আছে, এমনটি আমরা মনে করি না। কিন্তু প্রার্থী ট্রাম্পকে ঘিরে যে পরিবেশ তৈরি হয়েছে, যা নিয়ে আমেরিকানরা বিভক্ত হয়ে পড়েছেন, তাতে ইন্ধন ছিল।’
অ্যামেরিকার পেনসিলভানিয়া স্টেইটের বাটলার এলাকায় নির্বাচনী সমাবেশ চলাকালে ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। এতে তাঁর ডান কানের ওপরের অংশে আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসার পর ট্রাম্প শঙ্কামুক্ত রয়েছেন।
একই ঘটনায় ট্রাম্পের এক সমর্থক নিহত হয়েছেন। আর দুজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীকে ঘটনাস্থলেই হত্যা করেছেন অ্যামেরিকার সিক্রেট সার্ভিসের সদস্যরা।
অ্যামেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই বলে উল্লেখ করেছেন তিনি।
এদিকে ট্রাম্পের ওপর গুলির ঘটনায় তাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন করার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন পেসকোভ।
![Image default](https://www.nybanglalife.com/wp-content/uploads/2024/07/ক্রেমলিন.jpg)
next post