ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ ক্লাবের কাছে গুলির ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন নিরাপদে আছেন। ট্রাম্পের প্রচারণা শিবির জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে আছেন।’
জানা যায়, ট্রাম্পের মার–এ–লাগোর বাসার কাছেই অবস্থিত ওয়েস্ট পাম বিচের ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ কোর্সে গলফ খেলছিলেন ট্রাম্প। সেখানে গুলির ঘটনায় গলফের মাঠ থেকে দ্রুত নিরাপদ অবস্থানে নেয়া হয় তাকে।
সিক্রেট সার্ভিসের একটি সূত্র জানায়, গলফ কোর্সের প্রান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন একে-৪৭ ঘরানার বন্দুক হাতে এক সন্দেহভাজনকে দেখা যায়। এই বন্দুকের গুলি বেশ শক্তিশালী। বন্দুকটি দিয়ে ৮০০ মিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানা যায়।
এরপর তাঁরা অন্তত চারটি গুলি চালান। তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান। পরে সন্দেহভাজন গাড়ি নিয়ে পালিয়ে গেলে সতর্কতা জারি করা হয়।
তারা আরও জানান, প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন। এরপর ফ্লোরিডার বিভিন্ন সংস্থার কাছে গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলি রুথ।
এ রায়ান ওয়েসলি রুথ আসলে কে, তিনি কী করেন, তাঁর অপরাধকর্মে জড়িত থাকার ইতিহাস আছে কি? এমন বেশ কিছু প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।
বিবিসির সত্য অনুসন্ধানকারী দল বিবিসি ভ্যারিফাইও রায়ান ওয়েসলি রুথের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করেছে। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নামের প্রোফাইল খুঁজে পেয়েছে।
সেগুলো ঘেঁটে দেখা গেছে, রায়ান নামের ওই ব্যক্তির বয়স ৫০-এর কোঠার শেষের দিকে। ইউক্রেনে গিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রায়ান বিদেশি যোদ্ধাদের আহ্বান জানিয়েছিলেন বলেও ইঙ্গিত দিয়েছে বিবিসি ভেরিফাই।
এছারা বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, রায়ানের অপরাধকর্মে জড়িত থাকার ইতিহাস আছে। সিবিএস-র তথ্যমতে, গোপনে অস্ত্র বহনসহ অসংখ্য গুরুতর অপরাধের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন এবং তাঁকে দোষীও সাব্যস্ত করা হয়েছিল।
রায়ানের কোন সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা নেই। ২০২৩ সালে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরপরই তিনি ইউক্রেনে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার পর যেসব আফগান যোদ্ধা দেশ থেকে পালিয়েছিল তাঁদের খুঁজে বের করে ইউক্রেন যুদ্ধে কাজে লাগানো।
গত জুলাই মাসে রায়ান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছিলেন, ‘সৈন্যরা, দয়া করে আমাকে ফোন দেবেন না। ইউক্রেন যাতে আফগান যোদ্ধাদের গ্রহণ করে, সে জন্য আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, সামনের মাসগুলোতে নিশ্চয়ই আমরা এর কোনো না কোনো উত্তর পাব। দয়া করে ধৈর্য ধরুন।’
রায়ান অ্যামেরিকার প্রতিনিধি পরিষদে হাওয়াইয়ের সাবেক প্রতিনিধি টুলসি গ্যাবার্ডের জন্যও অনুদান দিয়েছিলেন। সাবেক ডেমোক্র্যাট গ্যাবার্ড এখন ট্রাম্পের সমর্থক।
এর আগে প্রায় দুই মাস আগে এক বন্দুকধারী পেনসিলভেনিয়ার বাটলারের সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে কানে আঘাত লাগে সাবেক এই প্রেসিডেন্টের। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
ওই ঘটনার পর সিক্রেট সার্ভিসের সক্ষমতা নিয়ে বড় সমালোচনা দেখা দিয়েছিল। এর জেরে পদত্যাগ করতে হয়েছিল বাহিনীর প্রধানকে। এ ছাড়া অন্তত পাঁচ সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল।
হোয়াইট হাউয নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ট্রাম্প ইন্টারন্যাশনাল গল্ফ কোর্সের এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে, যেখানে ‘সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প গলফ খেলছিলেন’।

next post