সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে এফবিআই।
বন্দুকধারীর বয়স ২০ বছর। তিনি পেনসিলভানিয়ার বাসিন্দা। তবে এর বেশিকিছু এখন পর্যন্ত জানানো হয়নি।
শনিবার নির্বাচনী প্রচারকালে হামলার শিকার হন ডনাল্ড ট্রাম্প। এই ঘটনার পর একজন হামলাকারী সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছে। সেইসঙ্গে আরও একজন নিহত হয়েছেন।
এদিকে ট্রাম্প জানিয়েছেন, গুলিতে তার ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।’
এ ছাড়া রিপাবলিকান এই প্রার্থী তার নির্বাচনী প্রচারে অংশ গ্রহনকারীদের মধ্যে যারা গুলিতে হতাহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেধনা জানিয়েছেন। একইসঙ্গে পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এ রকম একটি ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন।’