New York Bangla Life
Image default
অ্যামেরিকা

১০ সেপ্টেম্বর ট্রাম্প ও কামালার প্রথম মুখোমুখি ডিবেট

আগামী ১০ সেপ্টেম্বর ট্রাম্প ও কামালার প্রথম মুখোমুখি ডিবেট।

নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস আগামী ১০ সেপ্টেম্বর এবিসিতে ডিবেটে অংশ নেবেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটিই হবে প্রথম মুখোমুখি ডিবেট। সাম্প্রতিক কয়েকটি জরিপে আসন্ন নির্বাচনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।

এদিকে ফ্লোরিডার পাম বিচের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ৪ ও ২৫ সেপ্টেম্বর কামালার সঙ্গে আরও দুটি ডিবেটে অংশ নিতে চান, যেগুলো ফক্স ও এনবিসিতে সম্প্রচার করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কামালা হ্যারিস বলেন, ‘অবশেষে ট্রাম্প রাজি হওয়ার’ পর তাঁর সঙ্গে ১০ সেপ্টেম্বরের ডিবেটে অংশ নেওয়ার প্রস্তুতি নেন তিনি।

ডেট্রয়েটে এক নির্বাচনী প্রচার শেষে কামালা সাংবাদিকদের বলেন, ট্রাম্পের সঙ্গে তিনি আরও ডিবেটে অংশ নিতে রাজি আছেন।

ইতিপূর্বে ট্রাম্প ইঙ্গিত দেন, এবিসির ডিবেটে তিনি অংশ না নিতে পারেন। তাঁর এ বক্তব্যের আগে কামালা ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে জো বাইডেনের স্থলাভিষিক্ত হন।

আগামী ১০ সেপ্টেম্বর ট্রাম্প ও কামালার প্রথম মুখোমুখি ডিবেট।

এদিকে ইপসোসের প্রকাশ করা একটি জরিপে দেখা গেছে, জুলাইয়ের শেষ দিক থেকে কামালা জনসমর্থনের দিক থেকে তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সঙ্গে ব্যবধান বাড়িয়েছেন। জরিপের ফলাফল অনুযায়ী, কমলার প্রতি সমর্থন রয়েছে ৪২ শতাংশ ভোটারের, আর ট্রাম্পের পক্ষে সমর্থন রয়েছে ৩৭ শতাংশের। এর আগে ২২-২৩ জরিপে দুজনের মধ্যে সমর্থনের এ হার ছিল যথাক্রমে ৩৭ ও ৩৪ শতাংশ।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে নিজের রানিং মেট হিসেবে ঘোষণা করেন কামালা হ্যারিস। এ ঘটনার পর গতকালই প্রথম পাম বিচে সংবাদ সম্মেলন করার মাধ্যমে জনসমক্ষে প্রথম উপস্থিত হলেন ট্রাম্প।

———————————————–

ট্রাম্প ও কামালার আরো খবর জানতে এখানে ক্লিক করুন এভং ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Related posts

হামাস প্রধানের বিরুদ্ধে অ্যামেরিকার অভিযোগ গঠন

Ny Bangla

ট্রাম্পের ওপর হামলার তদন্ত করছে এফবিআই

Ny Bangla

যেকোনো সময় ঘোষণা হবে কামালার রানিং মেটের নাম

Ny Bangla

কোন লড়াই ছাড়াই ডিবেইট শেষ করলেন ওয়ালজ ও ভ্যান্স

Ny Bangla

ডেমোক্রেটদের উপরে দেশের মানুষ বিরক্ত: মারিয়ান উইলিয়ামসন

Ny Bangla

ওহাইওতে নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত মা

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy