সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের মধ্যে প্রথম ডিবেটের জন্য পুরোপুরি প্রস্তুত পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের মঞ্চ। মঙ্গলবার রাত ৯টায় ছয় ফুট দুরত্বে দাঁড়িয়ে ডিবেটে অংশ নিতে যাচ্ছেন এই দুই প্রেসিডেন্ট প্রার্থী।
কয়েক হাজার অ্যামেরিকান সরাসরি এই ডিবেট দেখতে মুখিয়ে রয়েছেন। হোয়াইট হাউযের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারসাম্য হারাতে পারেন প্রার্থীরা সামান্য ভুলের জন্য।
এবিসি নিউজ আয়োজিত এই ডিবেটে দর্শক এবং তাদের প্রচার দলের কোন কর্মকর্তা উপস্থিত থাকছেন না। ডিবেটের সময় কর্মকর্মতাদের সঙ্গে কথা বলার কোন সুযোগ থাকছে না। পাশাপাশি আগে থেকে লেখা কোন নোটও সঙ্গে রাখতে পারবেন না তারা।
তবে দুজনের জন্যই পোডিয়ামে কলম ও কাগজের প্যাড থাকবে। একজনের বক্তব্যের সময় আরেকজনের মাইক বন্ধ থাকবে। সঞ্চালকের প্রতিটি প্রশ্নের জবাব দিতে দুই মিনিট করে সময় পাবেন দুই প্রার্থী। প্রতিপক্ষের কথার জবাব দিতে সময় পাবেন দুই মিনিট। সম্পূরক প্রশ্নের জবাব দিতে হবে এক মিনিটে।
অপরিচিত ভোটারদের মন জয় করতে এই ডিবেট হ্যারিসের জন্য একটি গুরত্বপূর্ণ সুযোগ। অপরদিকে ট্রাম্প হ্যারিসকে অর্থনীতি ও অভিবাসনের মতো ডিবেটিত ইস্যু নিয়ে কথা বলে কোণঠাসা করার চেষ্টা করবেন। ধারণা করা হচ্ছে নির্বাচনী প্রচারণা চলাকালীন হ্যারিসকে লক্ষ্য করে করা বর্ণবাদী ও সেক্সিস্ট মন্তব্যের মাত্রাও বাড়াতে পারেন ট্রাম্প।
পেনসিলভেনিয়ার ডিবেটে দুই প্রার্থী প্রথমবারের মতো মুখোমুখি হবেন। এতে করে উত্তপ্ত বাক্যবিনিময়ের সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে।
নিউ ইয়র্ক টাইমসের সবশেষ জরিপে ট্রাম্প সামান্য ব্যবধানে হ্যারিসের চেয়ে এগিয়ে ছিলেন। ছয়টি গুরুত্বপূর্ণ স্টেইটে দুই প্রার্থী সমান অবস্থানে রয়েছেন। জরিপে ভোটাররা জানান, অ্যামেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশিয়ান ভাইস-প্রেসিডেন্ট হ্যারিসের বিষয়ে তারা আরও জানতে আগ্রহী। এদিকে ট্রাম্প প্রেসিডেনশিয়াল ডিবেটে অভিজ্ঞ একজন প্রার্থী। তার ছয়টি ডিবেটে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে।
ডিবেটের প্রস্তুতির জন্য কঠোর অনুশীলন করেছেন হ্যারিস, এমনটাই জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। পিটসবার্গে কয়েক দিনের প্রস্তুতি শেষে সোমবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় পৌঁছেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এসময় রিপোর্টারদের প্রশ্ন এড়িয়ে যান তিনি।
অন্যদিকে টিম ট্রাম্প জানিয়েছে তিনি তার সপ্তম প্রেসিডেনশিয়াল ডিবেটের জন্য তেমন চাপ নিচ্ছেন না। ডিবেটের মাত্র কয়েক ঘণ্টা আগে ফিলাডেলফিয়ায় পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজের প্রস্তুতি সীমিত রেখেছেন।
এছাড়া চলমান প্রচার অভিযানের মধ্যেই ফ্লোরিডার মার-আ-লাগোতে উপদেষ্টাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প ও হ্যারিসের মধ্যে এটি সম্ভবত শেষ ডিবেট হতে যাচ্ছে ।

previous post
next post