আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ডেমোক্র্যাটিক পার্টির বেশিরভাগ ডেলিগেটের মনোনয়ন পেতে যাচ্ছেন বলে মনে করেন ডেমোক্রেটি কংগ্রেস ম্যান জেমস ক্লাইবার্ন।
তিনি বলেন, ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের আগেই কামালা পর্যাপ্ত সংখ্যক ডেলিগেটের সম্মতি পেয়েছেন। তার আশা কনভেনশনের আগেই ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করবেন কামালা।
ডেমোক্র্যাটিক পার্টিতে হ্যারিসের রানিং ম্যাট হিসেবে অনেকেই এগিয়ে আছেন জানিয়ে ক্লাইবার্ন বলেন, কামালা হ্যারিস রানিং ম্যাট হিসেবে যার নাম প্রস্তাব করবেন তার সাথেই ডেমোক্রেট্রা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।
প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিস কে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থনে আগামী নির্বাচনে তিনি জয়ের পথে অনেকটা এগিয়ে গেছেন বলেন মনে করেন ডেমোক্র্যাটিক কংগ্রেস ওমেন জেসমিন ক্রকেট।
কামালার প্রচার দলকে টিম অ্যামেরিকা সম্বোধন করে ক্রকেট বলেন, কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থনের পর শ্বেতাঙ্গ নারীভোটারদের ঐতিহাসিক সমর্থনে কামালা অনেকটাই এগিয়ে গেছেন।
এদিকে কামালার রানিং ম্যাট হিসেবে ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজাজের নাম জোরেসোরে আলোচিত হচ্ছে।
যদিও এ বিষয়ে তেমন কিছুই জানেন না বলে উল্লেখ করে বুটিজাজ বলেন, ভাইস প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন তা মেনে নিয়েই প্রচারে সর্বোচ্চ মনোযোগ দেয়ার চেষ্টা করছেন।
জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে নিজের ভিডিও ব্যক্তিগত একাউন্ট থেকে প্রথমবারের মত ভিডিও শেয়ার করেন কামালা হ্যারিস । ভিডিওতে তাকে তরুণ ভোটারদের উৎসাহ দিতে দেখা যায়।
কামালার প্রচার সম্পর্কে ভোটার সফটটুমোরর এক্সেকিউটিভ ডিরেক্টর সান্টিয়াগো মেয়ার জানান, শুরুতেই জেঞ্জির বেশিরভাগ ভোটাররা কামালার হ্যারিসের পক্ষ নিয়েছেন। তবে নির্বাচনে কামালাই তরুণদের কাছে টানতে পারবেন বলে মনে করছেন তিনি।

previous post