New York Bangla Life
বাংলাদেশ

ডিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম: বিক্ষুব্ধ নাগরিক সমাজ

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য ডিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজ’। রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবং পাশাপাশি এ আল্টিমেটামও দেওয়া হয়।

এই সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ডিবি কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার সময় দেওয়া হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য। এবং ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে মানববন্ধনসহ অন্যান্য প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে ডিবি অফিসের সামনে।’

তিনি আরও বলেন, ডিবি কার্যালয়ে যাওয়ার কথা ছিলো। সেই কর্মসূচি স্থগিত করে সভা থেকে এই আল্টিমেটাম দেওয়া হলো।

আয়োজিত অনুষ্ঠানে ডিবি প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন, এমন ধারণা থেকে তিনি বলেন, ‘ডিবি প্রতিনিধি যারা আছেন, আপনারা আপনাদের অফিসকে আমাদের এই বক্তব্য জানাবেন।’

সরকার অন্যায়ভাবে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন ও নির্যাতন করছে বলে জানিয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকা বক্তারা । অনেক আগেই সরকার সীমালঙ্ঘন করেছে। পাশাপাশি বক্তারা দেশের সকল অভিভাবককে এই নির্যাতনের প্রতিবাদ করার আহ্বান জানান।

এছাড়াও বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে ১১ দফা দাবি তুলে ধরা হয় এই সংবাদ সম্মেলনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বলপ্রয়োগের ঘটনা ও প্রতিটি হতাহতের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানান তারা।

Related posts

নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা শিক্ষার্থীদের

Ny Bangla

বদলে গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রী সেবা

Ny Bangla

ফুরফুরে বিএনপির কপালে ইউনূস সরকার নিয়ে হঠাৎ চিন্তার ভাঁজ

Ny Bangla

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকানোর চেষ্টা হচ্ছে: দুদু

Ny Bangla

বাংলাদেশে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

Ny Bangla

বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে উগ্রবাদ, আইজিপিকে হিযবুত তাহরীরের ‘চ্যালেঞ্জ’

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy