মনজুর আহমেদ, সাংবাদিক
ড. ইউনুসের সফরকালে নিউইয়র্কে তার বিরুদ্ধে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে অ্যামেরিকা আওয়ামী লীগ। জানি না এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের কোন অনুমোদন আছে কি না!
কিন্তু ইউনুস বিরোধী এই বিক্ষোভের ইস্যু কি? এক মাসের শাসনে ড. ইউনুস কি অপরাধ করলেন যার জন্য তার বিরুদ্ধে বিক্ষোভ করতে হবে?
সরকার প্রধানদের বিরুদ্ধে নিউইয়র্কে এ ধরনের বিক্ষোভ একটি নিয়মিত চর্চা। হাসিনার বিরুদ্ধে বিএনপি বিক্ষোভ করত, পাশাপাশি তাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ সমাবেশ করত। খালেদার বিরুদ্ধেও এমনটি হয়েছে। বিক্ষোভ করেছে আওয়ামী লীগ, স্বাগত সমাবেশ করেছে বিএনপি।
বাংলাদেশের ক্ষমতায় তো এখন কোন রাজনৈতিক দল নেই। ড. ইউনুস তো কোন দলের সরকার প্রধান নন। বিএনপি কিংবা কোন রাজনৈতিক দল তো তার পক্ষে কোন সমাবেশ করছে না। তাহলে আওয়ামী লীগ তার প্রতিপক্ষ হিসেবে নিজেদের দাঁড় করাচ্ছে কেন?
ড. ইউনুসের বিরুদ্ধে তাদের অভিযোগ কি? তাদের পোস্টার পড়ে মনে হলো, ইউনুসের বিরুদ্ধে অভিযোগ ‘নির্বাচিত প্রধানমন্ত্রীকে অগণতান্ত্রিকভাবে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগে বাধ্য করা’ ‘সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল করা’ ইত্যাদি। তাকে ঘাতক হিসেবেও অভিহিত করা হয়েছে।
দেশের বাস্তব পরিস্থিতি কি তাদের এই সব অভিযোগের সত্যতা তুলে ধরে? তাদের অভিযোগের সাথে কি বাস্তবতার কোন সম্পর্ক আছে? এ ধরনের অভিযোগে তো স্পষ্টতই তাদের ক্ষমতা হারানোর ক্ষোভ আর আক্রোশ প্রকাশ পেয়েছে।
তাদের কি উচিত নয় একটু ধীরে চলা। একটু সময় দেয়া। একটু ধৈর্য ধরা। মইনউদ্দিন-ফখরুদ্দিনের সময়ও তো তারা এত তাড়াহুড়া করেননি! এখন বরন্চ রাস্তায় নামার আগে তারা গত ষোল বছরে তাদের কৃতকর্ম নিয়ে একটু বিচার-বিশ্লেষণ করুন।