বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা জেলা ও ধানমন্ডি কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
অপরদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গণভবনে ঢুকে পড়ে হাজার হাজার জনতা।
সেখান থেকে তারা যে যা পান, তাই নিয়ে দৌড় দেন। কাউকে কাউকে গণভবনের লেক থেকে বড় বড় মাছ ধরে মাথায় নিয়ে উল্লাস করতে দেখা গেছে। এছাড়াও কেউ নিয়েছেন বালিশ, কেউ চেয়ার, টেলিফোন, ঘড়ি, টেলিভিশন।
এছাড়া বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।
previous post
next post